স্পোর্টস ডেস্ক : ওভাল টেস্টের শেষ দিনে জয়ের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে ছিল ইংল্যান্ড। মাত্র ৩৫ রান দরকার, হাতে ছিল ৪ উইকেট, ক্রিজে ছিলেন ইন ফর্ম ব্যাটার জেমি স্মিথ। এমন সহজ সমীকরণেও জয় থেকে বঞ্চিত হতে হলো স্বাগতিকদের। কারণ ভারতের বোলাররা লিখে ফেললেন টেস্ট ইতিহাসের আরেকটি রোমাঞ্চকর অধ্যায়।
দিনের শুরুতেই দ্রুত উইকেট তুলে নিয়ে ম্যাচে উত্তেজনা ফেরায় ভারত। এরপর চাপ ধরে রেখে বোলিং আক্রমণ অব্যাহত রাখে তারা। শেষ পর্যন্ত মাত্র ১৮ রানের ব্যবধানে ইংল্যান্ডের শেষ ৪ উইকেট তুলে নিয়ে ৬ উইকেটের নাটকীয় জয় তুলে নেয় সফরকারীরা।
এই জয়ের মাধ্যমে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ ২-২ সমতায় শেষ করল ভারত।
কিউএনবি/অনিমা/৪ আগস্ট ২০২৫/বিকাল ৫:১৯