নিউজ ডেক্সঃ শেষ পর্যন্ত নিশ্চিত করল ইন্টার মায়ামি—তাদের অধিনায়ক ও বিশ্বের অন্যতম সেরা ফুটবল তারকা লিওনেল মেসি ডান পায়ে হালকা মাংসপেশির চোটে আক্রান্ত হয়েছেন। লিগস কাপের ম্যাচে নেকাক্সার বিপক্ষে মাত্র ১১ মিনিট খেলেই মাঠ ছাড়তে হয় আর্জেন্টাইন মহাতারকাকে। ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, তার মাঠে ফেরার সময় নির্ভর করবে শারীরিক উন্নতির ওপর।
শনিবার রাতের ম্যাচে নেকাক্সার বক্সে দুই ডিফেন্ডারের সঙ্গে সংঘর্ষের পরই অসহজ মনে হয় মেসিকে। চিকিৎসা নেওয়ার পর কিছুক্ষণ খেলার চেষ্টা করেন, কিন্তু চার মিনিট পরই নিজে থেকে সরে যান মাঠ থেকে এবং সরাসরি চলে যান ড্রেসিং রুমে।
চিকিৎসা শেষে ক্লাবের বিবৃতি, ‘গত রাতে নেকাক্সার বিপক্ষে লিগস কাপ ম্যাচে খেলার সময় লিওনেল মেসি ডান পায়ে হালকা মাংসপেশির অস্বস্তি অনুভব করেন। পরীক্ষার পর নিশ্চিত হওয়া গেছে, এটি একটি মাইনর ইনজুরি। তিনি কবে মাঠে ফিরবেন তা নির্ভর করবে তার চিকিৎসা ও সুস্থতার অগ্রগতির ওপর। ইন্টার মায়ামি নিয়মিত সময় শেষে ২-২ গোলে ম্যাচ ড্র করে এবং টাইব্রেকারে ৫-৪ ব্যবধানে জয় পায়। জর্দি আলবার ৯২তম মিনিটে করা গোল দলকে টিকে থাকার আশা জুগিয়েছে। দুই ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে লিগস কাপের পরবর্তী রাউন্ডে যাওয়ার পথে রয়েছে ক্লাবটি।
৩৭ বছর বয়সী মেসি ২০২৫ সালে ইন্টার মায়ামির হয়ে এখন পর্যন্ত ৩১টি ম্যাচ খেলেছেন। কনকাকাফ চ্যাম্পিয়নস কাপে ৫৫৫ মিনিট এবং ক্লাব বিশ্বকাপে খেলেছেন পুরো ৪টি ম্যাচ। সবমিলিয়ে এই বছর তার মাঠে থাকা সময় দাঁড়িয়েছে ২৫৮১ মিনিট।
সেই সঙ্গে দেশের হয়ে আরও ২টি ম্যাচ খেলে এসেছেন এই বর্ষীয়ান তারকা। সেজন্যই ক্লাব কোচ হাভিয়ের মাশ্চেরানো প্রথমদিকেই কিছু ম্যাচে তাকে ‘লোড ম্যানেজমেন্ট’-এর কারণে বিশ্রামে রেখেছিলেন। ২০২৪ সালে কোপা আমেরিকা শেষে ইনজুরি নিয়ে ফিরে আসার কারণে লিগস কাপের পুরো আসরই মিস করেছিলেন মেসি। এবারও যেন একই পরিণতি না হয়, এই নিয়ে শঙ্কায় ভক্তরা।
ইন্টার মায়ামি আগামী বুধবার (৭ আগস্ট) লিগস কাপে লিগা এমএক্স-এর দল পুমাসের বিপক্ষে মাঠে নামবে। তবে সেই ম্যাচে মেসিকে পাওয়া যাবে কি না, তা এখনো নিশ্চিত নয়। ক্লাব জানিয়েছে, আপাতত তাকে পর্যবেক্ষণে রাখা হবে এবং চোটের উন্নতির ওপর ভিত্তি করেই নেওয়া হবে মাঠে ফেরানোর সিদ্ধান্ত।
অনলাইন নিউজ ডেক্সঃ
কুইক এন ভি /রাজ/৪আগস্ট ২০২৫/দুপুরঃ ০২.৪৪