সালাত শেষে পাঠের দোয়া
اَللَّهُمَّ أَنْتَ السَّلاَمُ، وَمِنْكَ السَّلاَمُ، تَبَارَكْتَ يَا ذَا الْجَلاَلِ وَالْإِكْرَامِ উচ্চারণ: আল্লাহুম্মা আংতাস্ সালামু ওয়া মিন্কাস্ সালাম, তাবারক্তা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। অর্থ: হে আল্লাহ! আপনিই শান্তিদাতা এবং আপনার থেকেই কেবল শান্তি কামনা করি। হে আল্লাহ্! আপনি বরকতময়, মহিমাময় ও সম্মানিত।
পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পর পড়ার দোয়াসমূহ
১. নবী কারীম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষে তিনবার ইস্তেগফার করতেন, তারপর এই দোয়া ১ বার পাঠ করতেন।
اَللَّهُمَّ أَنْتَ السَّلاَمُ، وَمِنْكَ السَّلاَمُ، تَبَارَكْتَ يَا ذَا الْجَلاَلِ وَالْإِكْرَامِ (মুসনাদে আহমাদ ২২৩৬৫/ মুসলিম হাদীস নং-৫৯১) (মুসনাদে আহমাদ ২২৪১৯/ মুসলিম ১৩৬৩)
২. تسبيح فاطمى (তাসবিহে ফাতেমি) অর্থাৎ ৩৩ বার, سُبْحَانَ اللهْ (সুবহানাল্লাহ) ৩৩ বার اَلْحَمْدُ لِلَّهْ (আলহামদুলিল্লাহ) ৩৪ বার اَللهُ اَكْبَرْ (আল্লাহু আকবর) (মুসলিম হাদিস ৫৯৫)
৩. ১ বার اية الكرسى (আয়াতুল কুরসি)
রসুলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন: যে ব্যক্তি প্রত্যেক নামাযের পর আয়াতুল কুরসি পাঠ করবে, মৃত্যু ব্যতীত কোন কিছু তাকে জান্নাতে প্রবেশ করা থেকে বিরত রাখতে পারবে না। (সুনানে কুবরা নাসাঈ ৯৯২৮/ ইবনুস্ সুন্নী ১২৩)