আন্তর্জাতিক ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী মোদির সমালোচনায় মাতলেন দেশটির সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও কংগ্রেসের প্রবীণ নেতা পি. চিদাম্বরম। কাশ্মীরের পেহেলগামে হামলা এবং পরবর্তী সামরিক অভিযান ‘অপারেশন সিদুঁর’ পরিচালনার ক্ষেত্রে মোদি নেতৃত্বাধীন বিজেপি সরকারের ‘অস্বচ্ছ ও অসংবেদনশীল’ ভূমিকাকে কড়া ভাষায় সমালোচনা করেছেন তিনি।
তিনি জানান, কিছু প্রতিবেদনে হামলাকারীদের আশ্রয়দাতা হিসেবে কয়েকজনকে গ্রেফতার করার কথা বলা হলেও, তাদের ভাগ্য এখনো অজানা। জাতীয় নিরাপত্তা ইস্যুতে সরকারের ভূমিকার কঠোর সমালোচক হিসেবে পরিচিত চিদাম্বরম আরও বলেন, সরকারের পক্ষ থেকে কোনো নিরবচ্ছিন্ন বা স্পষ্ট বার্তা আসছে না। আমরা বিচ্ছিন্নভাবে কিছু তথ্য পাচ্ছি—কখনও সিঙ্গাপুরে অবস্থানরত চিফ অব ডিফেন্স স্টাফ, কখনও মুম্বাইয়ে ডেপুটি আর্মি চিফ কিংবা ইন্দোনেশিয়ায় থাকা কোনো নৌ কর্মকর্তার কাছ থেকে। অথচ প্রধানমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী কিংবা পররাষ্ট্রমন্ত্রী পুরোপুরি নীরব।
তিনি আরও বলেন, জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ) হামলার তদন্তে কী করেছে, সে বিষয়ে সরকার কোনো স্বচ্ছতা দেখায়নি। আমরা জানিও না এই হামলাকারীরা আদৌ পাকিস্তান থেকে এসেছিল কি না। হতে পারে তারা দেশীয় উগ্রবাদী। কোনো তথ্য উপস্থাপন না করেই কেন ধরা হচ্ছে যে তারা পাকিস্তান থেকেই এসেছে? অপারেশন সিদুঁর চলাকালীন ভারতের সামরিক ক্ষয়ক্ষতির প্রসঙ্গ টেনে তিনি বলেন, যুদ্ধ হলে দুই পক্ষেরই ক্ষতি হয়। এতে লুকানোর কিছু নেই। জনগণের সামনে সত্যটা তুলে ধরা উচিত।
কিউএনবি/আয়শা/২৮ জুলাই ২০২৫,/রাত ১১:১৮