শার্শা(যশোর)সংবাদদাতা : যশোরের শার্শা উপজেলা জাতীয়তাকাদী মহিলা দলের এক কর্মি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে শার্শা উপজেলা অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন যশোর জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী রাশিদা রহমান। কর্মি সভায় প্রধান অতিধি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্যদেন যশোর জেলা বিএনপি’র সাধারন সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন খোকন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্যদেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সাবেক দপ্তর সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তি, শার্শা উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি ও শার্শা উপজেলা বিএনপি’র প্রধান উপদেষ্ঠা খায়রুজ্জামান মধু, শার্শা উপজেলা বিএনপি’র সভাপতি আবুল হাসান জহির, সাধারন সম্পাদক নূরুজ্জামান লিটন, যশোর জেলা বিএনপি’র সাবেক আহবায়ক কমিটির সদস্য মোঃ সিরাজুল ইসলাম,যশোর জেলা মহিলা দলের যুগ্ম সম্পাদক শামছুননাহার পান্না, সাংগঠনিক সম্পাদক নাহিদা আক্তার,আনোয়ারা পারভীন প্রমুখ। অনষ্ঠানটি পরিচালনা করেন শার্শা উপজেলা মহিলাদলের নেত্রী ্র সাবেক ইউপি সদস্য পারুল আক্তার।
কর্মি সভায় প্রধান অতিধি যশোর জেলা বিএনপি’র সাধারন সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন খোকন বলেন, দেশের প্রায় অর্ধেক নারী ভোটার। তাই আগামী নির্বাচনে নারী ভোটারদের প্রতি গুরুত্ব দিতে হবে। প্রতিটি গ্রামে, পাড়া ও মহল্লায় নারীদের এগিয়ে নিতে হবে। তিনি বলেন দেশের গনতন্ত্র প্রতিষ্ঠিত করতে যত দ্রুত সম্ভব একটি অবাধ সুষ্ঠ নির্বাচন করতে হবে। তিনি বলেন দেশের মানুষ তাদের মৌলীক অধিকার একটি ভোট দিতে মুখিয়ে আছে। যে নির্বাচনে দেশের সকল মানুষ এখন থেকে প্রস্তুতি গ্রহন করছে। তিনি শার্শার সকল নারী সমাজকে তৃনমুল পর্যায় ।ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।
কিউএনবি/আয়শা/২৮ জুলাই ২০২৫,/রাত ১০:৩০