খোরশেদ আলম বাবুল, শরীয়তপুর প্রতিনিধি : শরীয়তপুর জেলা স্যানেটারী ঠিকাদার ও মিস্ত্রি সমিতির কার্যালয় উদ্বোধন করা হয়েছে। ২৬ জুলাই শনিবার সন্ধ্যায় শরীয়তপুর স্টেডিয়াম সংলগ্ন প্রধান সড়কের পাশে সমিতির কার্যালয় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা স্যানেটারী-টাইলস-থাই ব্যবসায়ী কমিটির সভাপতি ইলিয়াস ঢালী, সাধারণ সম্পাদক আবুল হাসেম মোল্যা, আংগারিয়া বাজার ব্যবসায়ি সমিতির সদস্য জাকির মোড়ল ও সোহাগ।
এই সংগঠনে ৭২ জন সদস্য রয়েছে। তাদের মধ্য থেকে ১৫ জনের সমন্বয়ে একটি আহবায়ক কমিটি গঠন করা হয়। কমিটির আহবায়ক মো. হুমায়ুন কবির মিলন। যুগ্ম আহবায়ক মোহাম্মদ উজ্জল ও মো. মজিবর। সদস্য সচিব মো. আরমান হাওলাদার। সদস্য মো. রিয়াজুল মোল্যা, মো. রাজু শেখ, মো. ইসরাফিল, মো. রুহুল আমিন, বাদশা খান, মো. শাহ আলম মোল্যা, মো. রাসেল ও মো. রাজিব।
কমিটির আহবায়ক হুমায়ুন কবির মিলন বলেন, আমরা একটি পেশায় আছি। এই পেশার মান ঠিক রেখে কার করা আমাদের উদ্দেশ্য। তাই একটি কমিটির প্রয়োজন ছিল। চলতি বছরের জানুয়ারী থেকে আমরা একটা কমিটি গঠনের উদ্যোগ গ্রহণ করি। দীর্ঘদিনের প্রচেষ্টায় একটি আহবায়ক কমিটি গঠন করা সম্ভব হয়েছে। সংগঠনের নেতা-কর্মী ও সদস্যদের বসার জন্য একটি স্থান প্রয়োজন ছিল। আজ আমরা দোয়া ও মিলাদের মধ্য দিয়ে আনুষ্ঠানিক ভাবে এই অফিস উদ্বোধন করলাম। এখানেই সকলে মিলিত হতে পারবে।
কিউএনবি/আয়শা/২৭ জুলাই ২০২৫,/সন্ধ্যা ৭:৪৫