স্পোর্টস ডেস্ক : শাহিবজাদা ফারহান তেতে আছেন। সঙ্গে যোগ দিয়েছিলেন সাইম আইয়ুব। তবে বেশি মারমুখি হতে পারেননি। নাসুম আহমেদকে ছক্কায় ওড়ানোর পরের বলেই ফিরেছেন সাইম। তবে তার আগে ৮ ওভারে জমা করে দিয়েছেন ৮০ রান।
পাঁচ পরিবর্তন নিয়ে নামা বাংলাদেশ এখন পর্যন্ত ছয়জন বোলার ব্যবহার করেছে। সাফল্য নাসুম ছাড়া কেউই পাননি। দুই ওভারে ২২ রান খরচ করেছেন তাসকিন আহমেদ। সাইফউদ্দিন বাদে বাকি সবাই খরচ করেছেন ওভারপ্রতি ১০ এর বেশি রান।
হোয়াইটওয়াশের লক্ষ্যে আজ টাইগার একাদশে উলট-পালট হয়েছে। মোস্তাফিজ, পারভেজ হোসেন ইমন, রিশাদ হোসেন, তাওহীদ হৃদয় ও তানজিম হাসান সাকিবের বদলে দলে এসেছেন তানজিদ হাসান তামিম, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, নাসুম আহমেদ ও তাসকিন আহমেদ।
টি-টোয়েন্টি ফরম্যাটে এখন পর্যন্ত মোট ২৪ বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও পাকিস্তান। এর মধ্যে বাংলাদেশ জিতেছে ৫ বার, যার দুটোই আবার শেষ দুই ম্যাচে। আর পাকিস্তান জয় পেয়েছে ১৯ বার। এই সিরিজের প্রথম দুটি জয় বাদে শেষ নয় বছরে একটি ম্যাচও জিততে পারেনি বাংলাদেশ।
কিউএনবি/আয়শা/২৪ জুলাই ২০২৫,/রাত ৯:০০