শান্তা ইসলাম নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলায় মা হত্যার দায়ে ছেলেকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে জেলা দায়রা জজ আদালত। একই সাথে ৫০ হাজার টাকা অর্থদন্ড; অনাদায়ে আরো এক বছরের বিনাশ্রম কারাবাসের আদেশ দেয় আদালত। দন্ডিত ব্যক্তি মোহনগঞ্জ উপজেলার নাগডড়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে মোঃ মোবারক হোসেন সাগর।
তিনি একই উপজেলার বাহাম পশ্চিমপাড়া গ্রামের নানার বাড়িতে বসবাস করতেন। নিহত মনোয়ারা বেগম আব্দুস সাত্তারের স্ত্রী ও দন্ডিত ব্যক্তি সাগরের মা। মঙ্গলবার দুপুরে জেলা দায়রা জজ মো: হাফিজুর রহমান আসামীর উপস্থিতিতে এই রায় দেন বলে জানিয়েছেন আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আইনজীবী আবুল হাসেম। মামলার বরাতে বাদী পক্ষের আইনজীবী পিপি আবুল হাসেম জানান, দন্ডিত সাগর গাঁজার মাদক নেশায় আসক্ত ছিলেন।
মাদক সেবন নিয়ে মা ও ছেলের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। ২০২২ সালের ২৪ আক্টোবর মা ও ছেলের মধ্যে কথা কাটাকাটি হয়। এরজেরে বিকাল আনুমানিক সাড়ে তিনটার দিকে ঘরের ভিতরে প্লাষ্টিকের রশি দিয়ে গলায় পেঁচিয়ে শ্বাসরোধে মাকে হত্যা করেন সাগর। এনিয়ে নিহত মনোয়ারার ভাই বাহাম গ্রামের ইউনুস মিয়া সাগরকে আসামী করে থানায় হত্যা মামলা দায়ের করেন। পিপি আরো জানান, আদালতে ১০ জন সাক্ষী তাদের সাক্ষ্য দেন। আসামী পক্ষে আইনজীবী ছিলেন মো: আবুল বাশার।
কিউএনবি/আয়শা/২২ জুলাই ২০২৫,/সন্ধ্যা ৭:২০