মো. সাইদুল আনাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে পদ্মা নদীতে বিজিবি’র অভিযানে বিপুল পরিমান মজুদ করা নিষিদ্ধ জাল জব্দ করা হয়েছে। উপজেলার চিলমারী ইউনিয়নের মানিকের চর ও রামকৃষ্ণপুর ইউনিয়নের আশ্রয়ন হতে চল্লিশপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৩ কোটি ৫২ লক্ষ ৫০ হাজার টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি এবং নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করেছে বিজিবি।
রবিবার দিবাগত রাত সাড়ে ১২টা হতে সোমবার সকাল ৬টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। সোমবার বিকাল সোয়া ৩টায় প্রেস বিজ্ঞপ্তি সূত্রে এ তথ্য নিশ্চিত করেছে বিজিবি। বিজিবি সূত্র জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) অধীনস্থ উদয়নগর বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকা মানিকের চর এবং পদ্মা নদীর শাখা নদী আশ্রয়ন এলাকা হতে চল্লিশপাড়া এলাকায় বিপুল পরিমাণ অবৈধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল মজুদ থাকার তথ্য পেয়ে বিজিবি’র টহল দল অভিযান চালায়।
অভিযানে নেতৃত্ব দেন দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যজিষ্ট্রেট মো. আব্দুল হাই সিদ্দিকী, উপজেলা মৎস অফিসার হোসেন আহমেদ স্বপন এবং ৪৭ বিজিবি’র ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার সহকারী পরিচালক মো. জাকিরুল ইসলাম। অভিযানে প্রায় ২০ হাজার কেজি অবৈধ চায়না দুয়ারি জাল এবং ৩ হাজার ৫০০ কেজি নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়। যার আনুমানিক সিজার মূল্য প্রায় ৩ কেটি ৫২ লক্ষ ৫০ হাজার টাকা। এসময় বিপুল পরিমান মাছের পোনা উদ্ধার করা হলে পরে তা পদ্মা নদীতে অবমুক্ত করা হয়।
পরে জব্দ করা অবৈধ চায়না দুয়ারি জাল ও নিষিদ্ধ কারেন্ট জাল উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল হাই সিদ্দিকীর উপস্থিতিতে পুড়িয়ে ধ্বংস করা হয়। অবৈধ মৎস্য আহরণ ও জালের অপব্যবহার রোধে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) ভবিষ্যতেও উপজেলা প্রশাসন, মৎস্য বিভাগসহ সংশ্লিষ্ট কতৃক্ষের সঙ্গে সমন্বয়ে নিয়মিত অভিযান পরিচালনা করবেন বলে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান বিজ্ঞপ্তিতে উল্লেখ করেন।
কিউএনবি/আয়শা/২১ জুলাই ২০২৫,/রাত ১০:৫০