শান্তা ইসলাম নেত্রকোণা প্রতিনিধি : নেত্রকোণার বারহাট্টার তিন আওয়ামী লীগ নেতা কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। আজ শনিবার বিকেলের দিকে বারহাট্টা থানার ওসি মোঃ কামরুল হাসান এ তথ্য নিশ্চিত করেন।
পরিবার ও পুলিশ জানায়, বারহাট্টা সদর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের বাসিন্দা ও উপজেলা ছাত্রলীগের সাবেক সমাজকল্যাণ সম্পাদক আওয়ামী লীগ নেতা সাইদুর রহমান, রায়পুর ইউনিয়নের ঝাওয়াইল শিমুলিয়া গ্রামের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামাল হোসেন, বারহাট্টা উপজেলা মৎস্যজীবি লীগের সহ সভাপতি আলাউদ্দিন সম্রাট তাদেরকে নিজ বাড়ী থেকে শুক্রবার গভীর রাতে চিরুনী অভিযান চালিয়ে থানা পুলিশ গ্রেপ্তার করেছে।
ওসি মোঃ কামরুল হাসান জানান, গ্রেপ্তার হওয়া অভিযুক্ত তিন আওয়ামী লীগ নেতার নামে বারহাট্টা থানায় নাশকতা ও ভাংচুরের অভিযোগে মামলা রয়েছে। আজ শনিবার বিকেলের নেত্রকোণা আদালতে সোপর্দ করলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
কিউএনবি/আয়শা//২০ জুলাই ২০২৫,/রাত ১০:৪০