স্পোর্টস ডেস্ক : এশিয়ান কাপ বাছাইয়ের সব ম্যাচ জিতে আগেই প্রথমবারের মূল পর্বে জায়গা করে নিয়েছে বাংলাদেশের মেয়েরা। আর সবশেষ দল হিসেবে জর্ডানকে ২-১ গোলে হারিয়ে এশিয়ান কাপের টিকিট কেটেছে ইরান। এর মধ্য দিয়ে চূড়ান্ত হয়েছে ২০২৬ নারী এশিয়ান কাপে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করা ১২ দল।
প্রসঙ্গত, মিয়ানমারে অনুষ্ঠিত এশিয়ান কাপ বাছাই পর্বে ‘সি’ গ্রুপে থাকা বাংলাদেশ প্রথম ম্যাচে বাহরাইনকে ৭-০, দ্বিতীয় ম্যাচে স্বাগতিক মিয়ানমারকে ২-১ ও শেষ ম্যাচে তুর্কমেনিস্তানকে ৭-০ গোলে উড়িয়ে অপরাজিত গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে এশিয়ান কাপে খেলার টিকিট পেল লাল সবুজের প্রতিনিধিরা।
কিউএনবি/আয়শা//২০ জুলাই ২০২৫,/বিকাল ৫:০০