মো. সাইদুল আনাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় এসএসসি ২০২৫ পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। স্থানীয় নুরজাহান রহমান ফাউন্ডেশনের উদ্যোগে শনিবার (১৯ জুলাই) সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ২০০ কৃতী শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা, ক্রেস্ট, শিক্ষা সামগ্রী ও গাছের চারা উপহার দেওয়া হয়।
সংবর্ধনা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ‘নুরজাহান রহমান ফাউন্ডেশন’-এর প্রতিষ্ঠাতা ও ঢাকা উত্তর মহানগর যুবদলের আহ্বায়ক শরীফ উদ্দিন জুয়েল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল হাই সিদ্দিকী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব আলতাফ হোসেন এবং দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা।
‘নুরজাহান রহমান ফাউন্ডেশন’ এর আয়োজকরা জানান, উপজেলার যেসব শিক্ষার্থী এবার এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করেছে, তাদের উৎসাহ দিতে এই সংবর্ধনার আয়োজন করা হয়েছে। পর্যায়ক্রমে অন্যান্য কৃতী শিক্ষার্থীদেরও সম্মাননা দেওয়া হবে বলে জানান তারা। অনুষ্ঠানে অতিথিরা বলেন, “এই মেধাবীরা আগামী দিনের সমাজ ও দেশের নেতৃত্ব দেবে। তাদের সাফল্য আমাদের জাতীয় সম্পদ। এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের অনুপ্রাণিত করবে।” অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিল উৎসবমুখর।
কিউএনবি/আয়শা//১৯ জুলাই ২০২৫,/সন্ধ্যা ৬:০০