আন্তর্জাতিক ডেস্ক : ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, প্রতি বছর এই সময়ে ভারতীয় শিক্ষার্থীরা যুক্তরাষ্ট্রের ভিসা পেয়ে বিদেশ পাড়ি দেয়ার প্রস্তুতি নেন। তবে এবার চিত্র সম্পূর্ণ ভিন্ন। হায়দরাবাদ ও আশপাশের অঞ্চল থেকে বিদেশগামী শিক্ষার্থীদের সংখ্যা ৭০ থেকে ৮০ শতাংশ কমে গেছে বলে জানিয়েছে স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলো। তাদের ভাষায়, এটি বছরের সবচেয়ে খারাপ পরিস্থিতি।
কিউএনবি/আয়শা//১৯ জুলাই ২০২৫,/সকাল ১০:৫৫