স্পোর্টস ডেস্ক : চলতি গ্রীষ্মকালীন দলবদলে ১২৫ মিলিয়ন ইউরোয় লেভারকুসেনের মিডফিল্ডার ফ্লোরিয়ান রিটজকে দলে ভিড়িয়েছে লিভারপুল। দলবদলের বাজারে ফের ঝড় তোলার ইঙ্গিত দিয়েছে প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়নরা। আক্রমণভাগের শক্তি বাড়াতে একজন স্ট্রাইকারকে দলে ভেড়ানোর পরিকল্পনা করেছে অলরেডরা। সে ক্ষেত্রে তাদের নম্বর ওয়ান টার্গেট নিউক্যাসল ইউনাইটেডের সুইডিশ স্ট্রাইকার আলেক্সান্ডার ইসাক।
দ্য অ্যাথলেটিক জানিয়েছে, লিভারপুল ইসাকের জন্য ১২০ মিলিয়ন পাউন্ডের (প্রায় ১৩৮১ কোটি ৭৩ লাখ টাকা) প্রস্তাব দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে, তবে শুধুমাত্র তখনই যদি নিউক্যাসল তাকে বিক্রির জন্য দরজা উন্মুক্ত করে। মঙ্গলবার (১৫ জুলাই) এক সিদ্ধান্তে নিশ্চিত করা হয়েছে, অলরেডরা কেবল তখনই এই বিশাল অঙ্কের অর্থের প্রস্তাব পাঠাবে যদি নিউক্যাসল তাকে ছেড়ে দিতে রাজি হয়।
অ্যাথলেটিকের খবর অনুযায়ী, প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়নরা এখন পর্যন্ত নিউক্যাসলের কাছে কোনো আনুষ্ঠানিক প্রস্তাব পাঠায়নি। ম্যাগপাইরা যে ইসাকের গায়ে ‘বিক্রির জন্য নয়’ ট্যাগ লাগিয়ে রেখেছে সে ব্যাপারে অলরেডরা ভালোভাবেই অবগত আছে। অলরেডরা দীর্ঘদিন থেকেই ইসাকের খেলার ভক্ত, গত মৌসুমে লিগে ২৩ গোল করে গোল সংখ্যায় মোহামেদ সালাহর পরেই ছিলেন এই সুইডিশ।
২০২২ সালে ৬০ মিলিয়ন পাউন্ডে রিয়াল সোসিয়েদাদ থেকে ইসাককে দলে ভেড়ায় নিউক্যাসল। এরপর থেকে ম্যাগপাইদের হয়ে ১০৯ ম্যাচে ৬২ গোল করছেন এই ২৫ বছর বয়সী। গত মার্চে ইসাকের গোলেই ম্যানসিটিকে হারিয়ে ক্যারাবাও কাপের শিরোপা জেতে নিউক্যাসল, যা গত ৭০ বছরের মধ্যে তাদের প্রথম শিরোপা।
তবে,ইসাক লিভারপুলে যোগ দেওয়ার সম্ভাবনার দরজা পুরোপুরি বন্ধ করেননি। তিনি সিদ্ধান্তটা নিউক্যাসলের উপর ছেড়ে দিয়েছেন, যদিও পুরো গ্রীষ্মজুড়েই নিউক্যাসল তাকে ‘বিক্রয়ের জন্য নয়’ বলে জানিয়ে আসছে। যদি শেষ পর্যন্ত নিউক্যাসল ইসাককে ছাড়তে না চায়, তাহলে লিভারপুল বিকল্প হিসেবে আইনট্রাখট ফ্র্যাঙ্কফুর্টের ফরোয়ার্ড হুগো একিটিকের দিকে হাত বাড়াতে পারে।
তবে, ২৩ বছর বয়সী একিটেকের দিকে নজর আছে ইসাকের ক্লাব নিউক্যাসলেরও। বিবিসি জানিয়েছে, এরই মধ্যে ম্যাগপাইরা এই ফরাসির জন্য ৭০ মিলিয়ন পাউন্ডের প্রস্তাব পাঠিয়েছে ফ্র্যাঙ্কফুর্টের কাছে। তবে এডি হাওয়ের দলের সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছে বুন্দেস লিগার ক্লাবটি। তবে এখনোই আশা ছাড়ছে না ম্যাগপাইরা। ইসাক শেষ পর্যন্ত ক্লাব ছাড়লে তার বিকল্প হিসেবে একিটেকেই হবে তাদের প্রধান লক্ষ্য।
ফ্র্যাঙ্কফুর্টের জার্সিতে সবশেষ মৌসুমে লিগে ১৫ গোল ও ৮ অ্যাসিস্ট করেছেন এই ফরাসি। এই পারফরম্যান্সে ভর করে তার দল বুন্দেসলিগায় তৃতীয় হয়েছে। আক্রমণভাগের যেকোনো পজিশনে খেলতে পারেন একিটেকে। যা তাকে দলবদলের বাজারে হটকেকে পরিণত করেছে।
কিউএনবি/আয়শা//১৬ জুলাই ২০২৫,/সন্ধ্যা ৭:০৫