আলি হায়দার, ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ):চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় সাপের কামড়ে আব্দুর রশিদ (৫৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। রোববার (১৩ জুলাই) রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। নিহত আব্দুর রশিদ ভোলাহাট উপজেলার গোহালবাড়ি গ্রামের মৃত আইনুদ্দিনের ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, দুপুর দুইটার দিকে নিজ বাড়িতে ধানের বস্তা সরানোর সময় হঠাৎ একটি বিষধর সাপ তাকে কামড় দেয়। পরে ওঝার কাছে নিয়ে গিয়ে বিষ নামানোর চেষ্টা করা হয়। কিন্তু অবস্থার অবনতি হলে বিকেল ৪টার দিকে তাকে ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে নিয়ে যায়।
সেখানকার কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। তবে রাত ৮টার দিকে রাজশাহী নেওয়ার পথে তার মৃত্যু হয়।
কিউএনবি/আয়শা//১৩ জুলাই ২০২৫,/রাত ১১:৪০