ডেস্ক নিউজ : শনিবার (১৩ জুলাই) সকাল থেকে দিনব্যাপী কালিহাতি উপজেলার টাঙ্গাইল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ মাঠো এ মেডিকেল ক্যাম্প স্থাপন করা হয়। এতে স্থানীয় বিভিন্ন শ্রেণিপেশার মানুষ চিকিৎসা সেবাগ্রহণ করেন। এসময় উপস্থিত ছিলেন বিএ-৫৬৯১ ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহমুদুর রহমান, এএফডব্লিউসি, পিএসসি, কমান্ডার,৯৮ সংমিশ্রিত ব্রিগেড।
তিনি বলেন, বাংলাদেশ সেনাবাহিনী সব সময় জনগণের পাশে থাকবে। বিগত সময়ে যেমন সঙ্গে ছিল। তেমনিভাবে আগামী দিনেও থাকবে। আমরা ১৯ পদাতিক ডিভিশনের মাধ্যমে বিভিন্ন জেলায় এ কার্যক্রম চলমান রাখব।’ এদিকে স্থানীয় চিকিৎসাসেবা নিতে আসা রোগী ও স্বজনরা বলেন, ‘আমরা সেনাবাহিনীর এই চিকিৎসা সেবা পেয়ে অনেক উপকৃত হলাম।
মাঝে মাঝে এ ধরনের ফ্রি মেডিকেল ক্যাম্প করলে গ্রামবাসীর অনেক উপকারে আসবে। অনেকে টাকার অভাবে ভালো চিকিৎসা সেবা নিতে পারছে না। এধরনের মেডিকেল ক্যাম্প হলে বিশেষ করে দুস্থ হতদরিদ্র মানুষ মানসম্মত চিকিৎসা সেবা পেয়ে উপকৃত হবে।’
কিউএনবি/আয়শা//১২ জুলাই ২০২৫,/রাত ১১:৪৩