এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় পরিবেশের ভারসাম্য রক্ষায় পৌরস উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার ৩ (জুলাই) বিকেলে পৌর শহরের জিওলগাড়ী সড়কে এ কর্মসুচির উদ্বোধন করেন পৌর প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার ভুমি তাসমিন জাহান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌরসভার সহকারী প্রকৌশলী এস এম রুহুল আমিন, উপসহকারী প্রকৌশলী কাজী তামিম হাসান, পৌরভার ক্যাশিয়ার কালিমুল্লাহ সিদ্দীক,পৌর কর্মকর্তা শাহিনুর রহমান, সাজ্জাদুজ্জামান ও রহমত উল্লাহ প্রমুখ। পৌর শহরের সরকারি সড়কগুরোর দুই ধারে তাল ও নিম গাছের চারাসহ বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ বৃক্ষ রোপন করা হবে।
পরিবেশের ভারসাম্য বজায় রাখার জন্য একটি দেশের মোট আয়তনের শতকরা ২৫ ভাগ বনভুমির প্রয়োজন। বাংলাদেশে বনভুমির পরিমান প্রয়োজনের তুলনায় অনেক কম রয়েছে বলে পরিবেশ বীদদের অভিমত। এ সময় পৌর প্রশাসক তাসমিন জাহান বলেন, পৌর শহরে ফলজ ও বনজ গাছের চারা রোপন করে পরিবেশের ভারসাম্য রক্ষা করা আমাদের মূল উদ্দেশ্য। এছাড়া পরিবেশকে সবুজ করে গড়ে তোলা, কার্বনডাইঅক্সাইড শোষন করা ও বায়ুদূষণ কমানো এ কর্মসূচির লক্ষ্য। বৃক্ষ রোপন কর্মসূচি জনসচেতনতা বৃদ্ধি, জীববৈচিত্র সংরক্ষণ, প্রাকৃতিক দূর্যোগ মোকাবিলার জন্য গুরুত্তপূর্ণ ভুমিকা পালন করবে।
কিউএনবি/অনিমা/০৩ জুলাই ২০২৫,/রাত ৮:৪৪