বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫, ০৪:৪৩ অপরাহ্ন

গণমানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে: এখন সময় এসেছে বৈষাম্যহীন নতুন বাংলাদেশ গড়ার——নাহিদ ইসলাম

রাশিদুল ইসলাম রাশেদ, কুড়িগ্রাম প্রতিনিধি ।
  • Update Time : বুধবার, ২ জুলাই, ২০২৫
  • ১৫ Time View
রাশিদুল ইসলাম রাশেদ, কুড়িগ্রাম প্রতিনিধি : ৩ দফা দাবীতে এনসিপি’র কেন্দ্রীয় নেতৃবৃন্দ বৈষাম্যহীন নতুন বাংলাদেশ গড়ার শপথে কুড়িগ্রামের ঘোষপাড়াস্থ পথ সভায় বক্তব্যদানকালে এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন ২৪’শের গণ-অভ্যুত্থানের শহীদের রক্তের দাগ রেখে নির্বাচন হলে তা কতোটা গ্রহণযোগ্য নির্বাচন হবে তা দেশবাসী জানে। সংস্কার, বিচার ও সংবিধান সংশোধন বা নতুন সংবিধান এবং জুলাই ঘোষণাপত্র ছাড়া কোনো নির্বাচন হবে না। এখনো অনেক জুলাই যোদ্ধা হাসপাতালে আছে। শহীদ পরিবারগুলোর এখনো কান্না থামেনি। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা,  কুড়িগ্রামের স্থায়ী উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি  নদী ভাঙ্গনরোধসহ অনেকগুলো কাজ করতেই হবে এ অঞ্চলের মানুষের জন্য। 

মূখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ পুলিশকে হুশিয়ারী দিয়ে বলেন আপনারা কোনো দলের হয়ে লেজুড় বৃত্তি করবেননা। অতিত থেকে শিক্ষা নিয়ে জনবান্ধব হ’য়ে যান। আপনারা সকলের জন্য কাজ করুনঃবৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার শপথে- কুড়িগ্রামে অনুষ্ঠিত ঐতিহাসিক জুলাই পদযাত্রা ও পথসভায় নেতৃত্ব দেন কুড়িগ্রামের গর্ব, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক কুড়িগ্রামের কৃতি সন্তান কুড়িগ্রাম-২ আসনের সাংসদ পদপ্রার্থী ড. আতিক মুজাহিদ। পদযাত্রায় ট্রাকের অস্থায়ী মঞ্চে  আর-ও বক্তব্য রাখেন এনসিপির কেন্দ্রীয় সদস্য সচিব মোঃ আখতার হোসেন, যুগ্ম সদস্য সচিব ডা: তাসনিম জারা, মূখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম এবং মূখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ এবং ডক্টর আতিক মুজাহিদ সহ কেন্দ্রীয় এবং স্থানীয় নেতৃবৃন্দ।

এনসিপি’র কেন্দ্রীয় লিডারগণের উত্তরাঞ্চল সফরের অংশ হিসেবে অংশগ্রহণে উজ্জীবিত হয়ে প্রখর সূর্যের রোদ উপেক্ষা করে সংগঠনের নেতাকর্মীরাসহ সমর্থকগণ কেন্দ্রীয় নেতাদের বক্তব্য শোনেন এবং স্লোগানে স্লোগানে মূখোরিত করেন পথসভা স্থল।ড. আতিক মোজাহিদকে কুড়িগ্রাম-২ আসনের এমপি প্রার্থী ঘোষণা করলো এনসিপি’র কেন্দ্রীয় লিডার নাহিদ ইসলাম। এসময় উপস্থিত জনতার উদ্দেশ্যে ডক্টর আতিক মুজাহিদ বলেন, আমি আপনাদের সহযোগিতায় দোয়ায় ভোটে নির্বাচিত হয়ে সংসদে যেতে পারলে আপনাদের জন্য তথা কুড়িগ্রামের উন্নয়নে যা-যা করা উচিত তাই করবো।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এটি কেবল একটি মিছিল বা আনুষ্ঠানিক আয়োজন নয়, বরং বৈষম্যবিরোধী সামাজিক ও রাজনৈতিক আন্দোলনের প্রতীকী প্রতিধ্বনি। তাদের ভাষায়, “জুলাই মানে শুধু অতীত স্মরণ নয়—জুলাই মানে নতুন ভবিষ্যতের প্রত্যয়।”জনগণের মাঝে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে, বিশেষ করে তরুণ সমাজ এই কর্মসূচিকে ঘিরে বিপুল আগ্রহ প্রকাশ করছে। পথসভা সফল করতে আয়োজকরা সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাংবাদিকদের সঙ্গে সমন্বয় করে পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানানো হয়।

উল্লেখ্য, সারাদেশে জুলাই জুড়ে জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও পথসভা কর্মসূচির অংশ হিসেবে ০১ জুলাই শহীদ আবু সাইদের কবর জেয়ারত থেকে কর্মসূচীর সুচনা করে  কুড়িগ্রামের এই পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে যা একটি বৈষম্যহীন, সমতা-ভিত্তিক ভবিষ্যতের দাবি নিয়ে এগিয়ে যাচ্ছে। জীবনের ঝুঁকি নিয়ে এক সাগর রক্তের বিনিময়ে দ্বিতীয় স্বাধীনতা আনলে যারা, আমরা তোমাদের ভুলবো না- ভুলবো না–কুড়িগ্রামের ঘোষপাড়া যেন জনসমুদ্র, স্লোগানে স্লোগানে প্রকম্পিত। কড়া রোদ আর মেঘের অবসরে জনতা যেন ২৪’শের  জুলাইয়ের অগ্নিশপথে আপ্লুত!

এ সময় উপস্থিত ছিলেন- এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন নাসীরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসউদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা, কৈলাশ রবিদাস প্রমুখ। কুড়িগ্রামের পদযাত্রা ও পথসভা শেষে ফুলবাড়ী হয়ে লালমনিরহাট জেলা সফর করার কথা রয়েছে কেন্দ্রীয় নেতৃবৃন্দের।

কিউএনবি/আয়শা//০২ জুলাই ২০২৫,/রাত ৮:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৩
IT & Technical Supported By:BiswaJit