বুধবার, ০২ জুলাই ২০২৫, ০৩:১৩ পূর্বাহ্ন

বিএনপির সাবেক এমপি বাবুর ৬৪তম জন্মদিন পালিত

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি ।
  • Update Time : মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫
  • ১৯ Time View
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : সাভার-আশুলিয়ায় বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ও কা-১৯ আসনের সাবেক এমপি ডা: দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর ৬৪তম জন্মদিন পালন করেছেন নেতাকর্মীরা। সোমবার সন্ধ্যায় সাভার ও আশুলিয়ার বিভিন্ন স্থানে উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেওয়ান মোহাম্মদ বিপ্লবের নির্দেশনায় এ সাবেক সংসদের জন্মদিন পালন করা হয়। এসময় আলোচনা সভা ও কেক কাটা সহ তাঁর উত্তরোত্তর সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মুনাজাত করা হয়।

এদিকে, আশুলিয়ার জিরাবো এলাকায় থানা যুবদলের সভাপতি প্রার্থী মো: জাহিদ বিকাশের নেতৃত্বে জন্মদিন পালন করা হয়। এছাড়া নরসিংহপুরে দেওয়ান পাম্পে ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হাই আল হাদী, সাধারণ সম্পাদক মো: দেলোয়ার হোসেন সরকার, থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক অ্যাডভোকেট মো: জিল্লুর রহমান, থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো: মনির হোসেন মোল্লা, যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মো: কিসমত হোসেন সরকার ও সাংবাদিক আল মামুনের উপস্থিতিতে ইয়ারপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি বাবু ভূঁইয়া ও মেহেদী হাসান অংঙ্কুরের আয়োজনে জন্মদিন পালন করা হয়। 
এদিকে, ঢাকা জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মো: মোস্তাফিজুর রহমান রনি ও মোস্তাফিজুর রহমান লিটনের নেতৃত্বে দিয়াখালী এলাকায় এবং পল্লীবিদ্যুত এলাকার কাঁশফুল রেষ্টুরেন্টে স্বেচ্ছাসেবক দলের ৫টি ইউনিয়নের আয়োজনে ধামসোনা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো: বাবুল হোসাইন মিয়া ও থানা আহবায়ক কমিটির সদস্য মো: জাকির পাঠানের নেতৃত্বে জন্মদিন পালন করা হয়েছে।
এসব জন্মদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জিয়া মঞ্চ আশুলিয়া থানা কমিটির সাধারণ সম্পাদক মো: রিপন শিকদার, ইউনিয়ন যুবদল নেতা মো: হুমায়ুন কবির, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা তুহিন মন্ডল সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

 

কিউএনবি/আয়শা//০১ জুলাই ২০২৫,/রাত ৮:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৩
IT & Technical Supported By:BiswaJit