এম এ রহিম, চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় কৃষকদের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়েছে। রবিবার (২৯ জুন) সকালে উপজেলা কৃষি অফিসের চত্ত্বরে এ চারা বিতরণ করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা মুশাব্বির হুসাইন। প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইসলাম।
অতিরিক্ত কৃষি কর্মকর্তা মিজানুর রহমানের পরিচালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার শামিম খান ও ইমদাদুল হক। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা আমিরুল ইসলাম, ফয়সাল হোসেন, সাইফুল ইসলাম, চাদ আলী, তাপস কুমার, গোলাম হোসেন, মনিরুল ইসলাম প্রমুখ।
উপজেলা কৃষি অফিসের তথ্য মতে, ২০২৪-২০২৫- অর্থ বছরের খরিপ-মৌসুমে (উপশী জাত) ফলজ গাছের চারা ও রাসায়নিক সার ও বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়। উপজেলার ১১টি ইউনিয়ন ও পৌর এলাকার বিনা মূল্যে মোট ৩৭০০ জন কৃষককে ফলজ ওবনজ গাছের চারা বিতরণ করা হয়েছে।
এছাড়াও এ সকল কৃষকদের মাঝে ডিএপি-১০ কেজি, এম ও পি-১০ কেজি, ধান বীজ-৫ কেজি। ৪৫০টি আম চারা, প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানকে ৪টি করে কাঁঠাল চারা। এ ছাড়াও নিম, বেল, জাম ও তাল গাছের চারা বিতরণ করা হয়েছে। তাদেরকে গ্রীষ্মকালীন উফশী জাতের শাক সবজি, লাউ, চালকুমড়া,পঁইশাক,মিষ্টি কুমড়া ইত্যাদি সবজি বীজ দেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইসলাম বলেন, প্রণোদনা দেয়ায় ফলজ ও বনজ গাছের চারা রোপনের মাধ্যমে এলাকার কৃষকরা একধাপ এগিয়ে যাবে। পাশাপাশি গাছের চারা দেওয়ায় প্রান্তিক কৃষকরা উপকৃত হবেন।
কিউএনবি/আয়শা//২৯ জুন ২০২৫, /রাত ৮:২২