জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে সেলুন ব্যবসায়ী পরেশ চন্দ্রশীল (৬০) ও তার ছেলে বিষ্ণুচন্দ্র শীল (৩৩) বাবা ও ছেলে হযরত মুহাম্মদ (সঃ)কে নিয়ে কটুক্তি করায় আটক করে সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছেন স্থানীয় মুসল্লিরা।২৩ জুন (সোমবার) দুপুরে লালমনিরহাট সদর থানার (ওসি তদন্ত) বাদল বাদল কুমার মন্ডল নিশ্চিত করেছেন। এর আগে লালমনিরহাট পৌর এলাকার গোসালা বাজার হানিফ পাগলা মোড়ে এ ঘটনা ঘটে।আটককৃতরা হলেন, লালমনিরহাট পৌর এলাকার ৯ নং ওয়ার্ডের নবীনটারী এলাকার পরেশ চন্দ্রশীল (৬০) ও তার ছেলে বিষ্ণুচন্দ্র শীল (৩৩)।
স্থানীয়রা জানান, সেলুন ব্যবসায়ী পরেশ চন্দ্র ও তার ছেলে বিষ্ণুচন্দ্র শীল প্রায়ই হযরত মুহাম্মদ (সঃ)কে নিয়ে আজেবাজে মন্তব্য করে আসছেন। তারা বাবা ছেলে বিভিন্ন জায়গায় কথায় কথায় বলে হযরত মুহাম্মদ( সাঃ) ১১টি বিয়ে করেছে, ছয় বছরের শিশু আয়শাকে বিয়ে করে যৌন নির্যাতন চালিয়েছেন। তারা কাবা শরীফকে নিয়ে বলেন শিবলিঙ্গ ধোয়া পানি দিয়ে কাবা শরীফ ধ্বংস হবে। রবিবার তাদের সেলুনে ওই এলাকার এক ব্যক্তি চুল কাটতে গেলে তাকে এসব কথা বলে। পরে সেই ব্যক্তি পাশের একটি মসজিদে গিয়ে মুসল্লিদের এসব কথা বললে সাথে সাথে পরিস্থিতি খারাপ হতে থাকে। পরে স্থানীয়রা তাকে আটক করে থানা পুলিশের হাতে সোপর্দ করেন। এক পর্যায়ে সদর থানায় নেওয়ার পরে স্থানীয় মুসল্লিরা সর্বোচ্চ শাস্তির দাবিতে থানা ঘেরাও করে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এতে উত্তাল হয়ে পড়ে সদর থানা। পরে সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
এ ঘটনায় সদর থানা অফিসার ইনচার্জ( ওসি তদন্ত) বাদল কুমার মন্ডল জানান, পৌর এলাকার গোসালা বাজার হানিফ পাগলা মোড়ে সেলুন ব্যবসায়ী বাবা ও ছেলে হযরত মুহাম্মদ (সঃ)কে নিয়ে কটুক্তি করায় স্থানীয় জনগণ তাদের আটক করে থানায় সোপর্দ করেন। তাদের বিরুদ্ধে ধর্ম অবমাননায়, ধর্মীয় প্রতিষ্ঠান ধ্বংস এবং শ্রেণীবিদ্বেষের মামলা রুজু করে জেল হাজতে প্রেরন করা হয়েছে। আজ সোমবার তাদের দুজনকে আদালতেতুলে রিমান্ড আবেদন করা হবে বলেও জানান তিনি।
কিউএনবি/অনিমা/২৩ জুন ২০২৫, /বিকাল ৫:২০