বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ১১:৪৫ অপরাহ্ন

কিয়েভে রাতভর রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা, নিহত ৪

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ জুন, ২০২৫
  • ২৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের রাজধানী কিয়েভে রাতভর রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় অন্তত চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ২০ জন।

রুশ সংবাদমাধ্যম দ্য মস্কো টাইমস তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

খবরে বলা হয়, শুক্রবার সকালে এই তথ্য নিশ্চিত করেছেন শহরের কর্মকর্তারা। এই হামলা এমন এক সময় ঘটল, যখন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঘোষণা দিয়েছেন, রাশিয়ার বিমানঘাঁটিতে ইউক্রেনের ড্রোন হামলার পাল্টা জবাব দেওয়া হবে।

শুধু কিয়েভ নয়, ইউক্রেনের পশ্চিমাঞ্চলের লভিভ ও ভলিন এলাকাও হামলার লক্ষ্যবস্তু ছিল—যেগুলো ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটো সদস্য রাষ্ট্র পোল্যান্ডের সীমান্তবর্তী।

কিয়েভের মেয়র ভিতালি ক্লিটশকো জানিয়েছেন, শহরের বিভিন্ন স্থানে বিস্ফোরণ ঘটেছে এবং উদ্ধারকর্মীরা ক্ষতিগ্রস্ত এলাকায় কাজ চালিয়ে যাচ্ছেন। পুরো রাত জুড়ে কিয়েভজুড়ে বেজে উঠেছে বিমান হামলার সাইরেন, আর আকাশে ধ্বনিত হয়েছে বিস্ফোরণের শব্দ—এএফপির সাংবাদিকদের এমন পর্যবেক্ষণ।

ইউক্রেনের স্টেট ইমার্জেন্সি সার্ভিস টেলিগ্রামে জানায়, “কিয়েভ আবারও ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের লক্ষ্যবস্তু হয়েছে। শহরের একাধিক স্থানে উদ্ধার অভিযান চলছে।”

একটি বহুতল আবাসিক ভবনের পাশে পুড়ে যাওয়া বিশাল গর্ত দেখা গেছে, যার চারপাশে ছড়িয়ে রয়েছে ধ্বংসাবশেষ ও ভাঙা কাচ। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির কার্যালয়ের প্রধান যে ছবিটি প্রকাশ করেছেন, তাতে দেখা যায়—একটি শিশুপার্কে ছড়িয়ে রয়েছে ধ্বংসস্তূপ ও কাচের টুকরো, যুদ্ধের নির্মমতা যেন স্পর্শ করেছে নিষ্পাপ শৈশবকেও। সূত্র: দ্য মস্কো টাইমস

কিউএনবি/অনিমা/০৭ জুন ২০২৫, /দুপুর ২:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৩
IT & Technical Supported By:BiswaJit