আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : দেশবাসীকে পবিত্র ঈদ-উল-আজহার অগ্রিম শুভেচ্ছা জানিয়েছেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মো: আবুল হুসাইন। আবুল হুসাইন আশুলিয়ার দক্ষিণ গাজিরচট এলাকার স্বনামধন্য “আয়শা এগ্রো ফার্ম”এর স্বত্বাধিকারী।
মঙ্গলবার দুপুরে এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, মুসলমানদের ত্যাগ শিক্ষার জন্য বিশেষ দিন এটি। একই সঙ্গে সমাজের পিছিয়ে পড়া মানুষদের পাশে দাঁড়ানোর ও সামাজিক সাম্য সৃষ্টির একটি উদাহরণও এই দিনটি। পশু কোরবানির পাশাপাশি আমরা প্রত্যেকে যেনো মনকে পবিত্র করি।
কোরবানির ঈদের মাধ্যমে আমরা যে ত্যাগের চর্চা করি, তার ধারাবাহিকতা অব্যাহত রাখলেই দেশের অসচ্ছল মানুষদের অসহায়ত্বের অবসান ঘটবে। তাই আসুন, সবাই নিজেদের আশেপাশের অসহায়-দরিদ্র মানুষদের পাশে দাঁড়াই। নির্বিশেষে ধর্ম-বর্ণ সবাইর মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক এমন প্রত্যাশায় সবাইকে জানাই ঈদুল আজহার অগ্রীম শুভেচ্ছা, ঈদ মোবারক!।
কিউএনবি/আয়শা/০৩ জুন ২০২৫, /রাত ৮:২২