 
																
								
                                    
									
                                 
							
							 
                    মোঃ আশিকুর ইসলাম,বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার সুনামধন্য ব্যবসায়ীক প্রতিষ্ঠান জহুরা ইনডাস্ট্রিতে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে প্রস্তুত রয়েছে ভারতের রাজস্থান প্রদেশের উন্নত জাতের বেশ কিছু দুম্বা। দুম্বা কোরবানিতে আগ্রহী ব্যাক্তিরা এই প্রতিষ্ঠানের সাথে যোগাw!!!!!যোগ করতে পারেন। দুম্বা পালন কিংবা খামার করার আগ্রহের বিষয়ে জহুরা ইনডাস্ট্রিজের স্বত্বাধীকারী বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব মোঃ আব্দুল হান্নান এর সাথে কথা হলে তিনি মুলত তিনি শখের বসবর্তি হয়ে ২০১৬সালে ভারতের রাজস্থান প্রদেশ থেকে ৫ থেকে ৭টি দুম্বা এনেছিলেন। সেগুলো সঠিক ভাবে পরিচর্চা করায় বছরে বছরে সেগুলোবৃদ্ধি পেয়েছে। বর্তমানে তিনি দুম্বা পালন বানিজ্যিক ভাবে করার চিন্তা ভাবনা করছেন।
এ বিষয়ে জহুরা অটোরাইস মিলের ম্যানেজার মোঃ লোকমান আলী জানান, বর্তমানে খামারে মোট ৩২টি দুম্বা রয়েছে। এর মধ্যে ৮ থেকে ১০টি কোরবানিতে বিক্রয় করা যাবে। ইতি পূর্বে ঢাকা এবং রংপুরের ব্যবসায়ীদের কাছে বেশ কয়েকবার দুম্বা বিক্রয় করা হয়েছে। প্রতিটি দুম্বা আমরা ১লাখ ৬০ হাজার থেকে ১লাখ ৭৫হাজার টাকায় বিক্রয় করেছি। আশা করছি এবছরও ঢাকার ব্যবসায়ীরা দুম্বা নিতে আসবে।দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার সুনামধন্য ব্যবসায়ীক প্রতিষ্ঠান জহুরা ইনডাস্ট্রিতে পবিত্র ঈদুল আযহায় কোরবানির জন্য প্রস্তুত রয়েছে ভারতের রাজস্থান প্রদেশের উন্নত জাতের বেশ কিছু দুম্বা।ছবি-প্রতিনিধি
   
 
কিউএনবি/অনিমা/৩০ মে ২০২৫, /সন্ধ্যা ৭:৫৭