 
																
								
                                    
									
                                 
							
							 
                    বিনোদন ডেস্ক : বৃহস্পতিবার (২৯ মে) নিজের ইনস্টাগ্রাম আইডিতে এবারের কান চলচ্চিত্র উৎসবের ৭৮তম আসরে লিওনার্দোর সাথে তোলা দুটি ছবি শেয়ার করেছেন উর্বশী।

এ ছবির ক্যাপশনে উর্বশী লেখেন, যখন লিওনার্দো ডি ক্যাপ্রিও তোমায় ‘কানের রানি’ বলে ডাকে! ধন্যবাদ, লিও… এটা হলো টাইটানিক কমপ্লিমেন্ট।

অভিনেত্রীর এমন পোস্টে ভক্তরা শুভেচ্ছা ও ভালোবাসা প্রকাশ করলেও নিন্দুকেরা করেছেন মিশ্র প্রতিক্রিয়া। নেটিজেনদের একজন লেখেন,‘অভিনেতা কিন্তু আপনার থেকে বয়সে অনেক বড়।’ আরেকজন লেখেন, ‘উনি কি আপনার মন্দিরের কথা জানেন?’
কিউএনবি/আয়শা/৩০ মে ২০২৫, /বিকাল ৫:১২