মোঃ আশিকুর ইসলাম বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার নাফানগর ইউনিয়নের প্রান্তিক কৃষক মোঃ আনিসুর রহমান তার কৃষি জমিতে ৭ হাজার মরিচ রপন করেন।এর মধ্যে প্রায় ২ হাজার গাছ রাতের আধারে কে বা কাহারা তুলে ফেলেছে।
২৯ মে বৃহস্পতিবার সকালে কৃষক আনিসুর তার মরিচ ক্ষেত পরিচর্যা করতে গিয়ে দেখে রাতের আধারে কে-বা কাহারা আধুনিক প্রযুক্তি মালচিং পদ্ধতিতে মরিচ চাষ প্রায় ২ হাজার গাছ তুলে ফেলেছে। বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে অনেকে মরিচ ক্ষেত দেখতে ভীর জমায়।
কৃষক আনিসুর বলেন, আমার সাথে কারো সাথে কোন ঝামেলা নেই, ঝগড়া নেই। তার পরও কেন আমার ক্ষতি করল বুঝতে পারছি না। আমার ক্ষতি যে করেছে আল্লাহ তার ক্ষতি করবে। ক্যাপশনঃ বোচাগঞ্জ উপজেলার নাফানগর ইউনিয়নের প্রান্তিক কৃষক মোঃ আনিসুর রহমান আনিস এর ৭ একর মরিচ ক্ষেতের প্রায় ২ হাজার গাছ কে বা কাহারা তুলে ফেলেছে।
কিউএনবি/আয়শা/২৯ মে ২০২৫, /বিকাল ৪:৩০