বিনোদন ডেস্ক : অভিনয় থেকে খানিকটা দূরে থাকলেও ঢাকাই চলচিত্রের অভিনেত্রী পুর্নিমাকে নিয়ে আগ্রহ বরাবরই তুঙ্গে। সেই পূর্ণিমা এখন সংসার জীবনে মনোযোগী। তার বর্তমান স্বামী আশফাকুর রহমান রবিন একজন করপোরেট পেশাজীবী এবং মিডিয়া অঙ্গনে তুলনামূলকভাবে নতুন মুখ হলেও পূর্ণিমার জীবনে তিনি এক স্থির ও সহানুভূতিশীল সঙ্গী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।
পূর্ণিমার সঙ্গে কিছু দুর্লভ মুহূর্তের ছবি শেয়ার করে তিনি লেখেন, ‘আলহামদুলিল্লাহ, আজ আমাদের বৈবাহিক জীবনের তিন বছর পূর্ণ হলো—যা ছিল ভালোবাসা, ধৈর্য আর অগণিত স্মৃতির এক অসাধারণ যাত্রা।’
স্ত্রীর প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করে রবিন আরও লেখেন, ‘আল্লাহর কাছে অশেষ কৃতজ্ঞতা যে তিনি আমাকে দিলারা হানিফ পূর্ণিমার মতো একজন জীবনসঙ্গী দিয়েছেন। যে আমাকে বোঝে, সমর্থন দেয়, আর সবসময় আমার পাশে থাকে। তুমি আমাদের এই পথচলাকে এতটা বিশেষ করে তুলেছো, আমি এর চেয়ে বেশি কিছু চাওয়া কল্পনাও করিনি।’
তিনি দাম্পত্য জীবনের স্থায়িত্ব কামনা করে বলেন, ‘আমার প্রিয় স্ত্রী, তুমি আমার শান্তি, শক্তি। আমি দোয়া করি, আমাদের বন্ধন দিনে দিনে আরও গভীর হোক এবং আল্লাহ আমাদের প্রতিটি পদক্ষেপে বরকত দান করুন।’
পূর্ণিমা এর আগে ২০০৭ সালের ৪ নভেম্বর পারিবারিকভাবে আহমেদ জামাল ফাহাদকে বিয়ে করেন। ২০১৪ সালের ১৩ এপ্রিল জন্ম নেয় তাঁদের একমাত্র কন্যাসন্তান আরশিয়া উমাইজা। তবে ২০২২ সালে এসে পূর্ণিমা আনুষ্ঠানিকভাবে তার প্রথম বিয়ের বিচ্ছেদের কথা জানান। এরপর থেকে রবিনের সঙ্গে এক ছাদের তলে পূর্নিমা।
কিউএনবি/আয়শা/২৭ মে ২০২৫, /বিকাল ৫:৪০