বিনোদন ডেস্ক : মঞ্চ নাটক দিয়ে ২০০৮ সালে অভিনয় শুরু করেন নিরঞ্জন নীরু। ঢাকায় একটি থিয়েটারে অভিনয় চর্চার পাশাপাশি টিভি নাটকে কাজ শুরু করেন তিনি। পাশাপাশি একাধিক বিজ্ঞাপনেও মডেল হয়েছেন। দীর্ঘ বছর ধরেই নাটকে পার্শ্বচরিত্রে অভিনয় করা নীরু প্রথমবার কেন্দ্রীয়চরিত্রে (নায়ক) অভিনয় করলেন।
সম্প্রতি তিনি শুটিং শেষ করলেন ‘দুবাই প্রবাসী’ নামে একটি নাটকের। এটি পরিচালনা করেছেন সেলিম। শ্রীমঙ্গলের মনোরম লোকেশনে নাটকটির দৃশ্যধারণ করা হয়। কুরবানী ঈদে এটি প্রচারে আসবে বলে জানান এ অভিনেতা। নীরু বলেন, ‘এক যুগের বেশি সময় ধরেই আমি থিয়েটারের সঙ্গে জড়িত। একাধিক বিজ্ঞাপনের পাশাপাশি টিভি নাটক করছি প্রায় দশ বছর ধরে। একক নাটকের পাশাপাশি ধারাবাহিকেও অভিনয় করেছি।
তবে এবার প্রথম কেন্দ্রীয় চরিত্রে কাজ কলাম। নিজেকে কেন্দ্রীয় চরিত্রের জন্য তৈরি করতে আমি গত তিন বছর ধরেই কোনো নাটকে আর অভিনয় করিনি। তবে টিভিসি, ওভিসিতে সময় দিয়েছি। এবার নতুন করে নাটকে যাত্রা শুরু করলাম।’‘দুবাই প্রবাসী’ নাটকে নীরুর বিপরীতে অভিনয় করেছেন পূর্ণিমা বৃষ্টি। এছাড়াও আরও রয়েছেন অদিতি রহমান জিদনি, ফারুক আহমেদ বাপ্পি প্রমুখ।
কিউএনবি/আয়শা/২৭ মে ২০২৫, /বিকাল ৫:৪০