স্পোর্টস ডেস্ক : আগামীকাল (২৭ মে) এই সিরিজের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ এবং দক্ষিণ আফ্রিকা৷ মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল সাড়ে নয়টায়। 
 এই ম্যাচের ওপর নির্ভর করছে পুরো সিরিজের ভাগ্য। কারণ চট্টগ্রামে প্রথম ম্যাচে ড্র করেছে দুদল। এই ম্যাচে জিতলে সিরিজ জয় আর হার হারলে সিরিজ হার। কোনো ছোট ভুলে যাতে ‘এ’ দলের মতো যেন সিরিজ হাতছাড়া না হয় সেজন্য বেশ মনোযোগী শাহাদাত হোসেন দিপুর দল।
 
ম্যাচকে সামনে রেখে আজ (২৬ মে) মিরপুরে দুই ঘণ্টার অনুশীলন করেছে বাংলাদেশ। সকাল ৯ টায় অনুশীলন শুরু হয়ে চলেছে ১১টা পর্যন্ত। ব্যাট হাতে নিজেদের শেষবারের মতো ঝালিয়ে নিয়েছেন শাহাদাত দিপু, চৌধুরি মোহাম্মদ রিজওয়ান এবং আরিফুল ইসলামরা।
 
বল হাতে প্রস্তুতিতে বেশ মনোযোগী ছিলেন দুই স্পিনার ওয়াসি সিদ্দিকি এবং রাকিবুল ইসলাম৷ ধারণা করা যাচ্ছে, মিরপুরের স্পিন ফ্রেন্ডলি আচরণের কথা চিন্তা করে একাদশ সাজানোর কথা ভাবছে টিম ম্যানেজমেন্ট।
 
অনুশীলনে শিষ্যদের ভুলগুলো শুধরে দিয়েছেন কোচ রাজিন সালেহ এবং ডেভিড হেম্প। এসময় উপস্থিত ছিলেন ঘরোয়া ক্রিকেটের কোচ এবং সাবেক নির্বাচক হান্নান সরকারও। খেলোয়াড় এবং কোচদের সঙ্গে কথা বলে প্রস্তুতির খোঁজ খবর নিয়েছেন তিনি।
চট্টগ্রামে প্রথম ম্যাচে প্রোটিয়াদের বিপক্ষে দাপট দেখিয়েছে বাংলাদেশ। তবে বৃষ্টির কারণে সে ম্যাচে জয়-হারের মতো ফলাফল আসেনি। বৃষ্টির আশঙ্কা আছে এই টেস্টেও। তবে সব প্রতিকূলতাকে বুড় আঙ্গুল দেখিয়ে তরুণ টাইগাররা জয় তুলে নিতে পারে কিনা, সেটাই এখন দেখার বিষয়।
 
 
কিউএনবি/আয়শা/২৬ মে ২০২৫, /রাত ৮:৩০