এম এ রহিম, চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় সাংবাদিক এম এ মান্নানকে খুন জখমের হুমকি দিয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় রোববার (২৫ মে) সকালে ভুক্তভোগী সাংবাদিক চৌগাছা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, দৈনিক আমার সংবাদ পত্রিকার চৌগাছা উপজেলা প্রতিনিধি এম এ মান্নান (৪৭) সম্প্রতি এক পরিচিত ব্যক্তির কাছ থেকে হুমকি ও ভয়ভীতির শিকার হচ্ছেন। অভিযুক্ত ব্যক্তি হলেন পাশাপোল ইউনিয়নের দশপাকিয়া গ্রামের নবেদ মন্ডলের ছেলে ইনামুল হক ওরফে হকের আলি (৫০)।
অভিযোগে এম এ মান্নান উল্লেখ করেন, অভিযুক্ত ইনামুল হক কয়েকদিন ধরে দাবি করে আসছেন যে, উপজেলা পরিষদ থেকে এতিমখানার শিক্ষার্থীদের জন্য প্রাপ্ত ৪১ হাজার টাকা তাকে দিতে হবে। টাকা দিতে অস্বীকৃতি জানালে অভিযুক্ত তাকে বিভিন্নভাবে হুমকি দিতে থাকেন।
সর্বশেষ ২৫ মে সকাল ৯টার দিকে ইনামুল হক তার ব্যবহৃত দুটি মোবাইল নম্বর (০১৭৭০-৩৭৪০২১ ও ০১৮৮২-১৮২৪৫৭) থেকে ফোন করে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং একা পেলে খুন জখম করবে বলে হুমকি দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনার প্রত্যক্ষ ও পরোক্ষ সাক্ষী হিসেবে স্থানীয় মিজানুর রহমান ও সালমা খাতুনসহ একাধিক ব্যক্তি বিষয়টি জানেন বলেও দাবি করেন ভুক্তভোগী। চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, এ বিষয়ে অভিযোগ হাতে পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি।
কিউএনবি/আয়শা/২৫ মে ২০২৫, /রাত ৮:২২