 
																
								
                                    
									
                                 
							
							 
                    মোঃ আশিকুর ইসলাম বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় আইন শৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ২২ মে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় বোচাগঞ্জ উপজেলা পরিষদ কনফারেন্স রুমে অনুষ্ঠিত ।
মাসিক আইন শৃংখলা কমিটির সভায় আলোচনা করেন সহকারী কমিশনার (ভুমি) মোঃ শামসুল হুদা, বোচাগঞ্জ থানার অফিসার ইনচার্জ হাসান জাহিদ সরকার, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান হাবু, ওয়াক্কাস আলী কাঞ্চন, নিমাই চন্দ্র রায়, সাংবাদিক আব্দুস সাত্তার, মোঃ সাজ্জাদ হোসেন, শামসুল আলম, ফরিদ আহম্মেদ, উপজেলা প্রকৌশলী মোঃ হুমায়ুন কবীর, ফায়ার সার্ভিসের কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন, উপজেলা বন কর্মকর্তা নিরঞ্জন রায় প্রমুখ।
এছাড়াও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ অবহিত করন ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়। ছবির ক্যাপশনঃ গতকাল দিনাজপুরের বোচাগঞ্জে আইন শৃংখলা কমিটির মাসিক সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মারুফ হাসান।
কিউএনবি/আয়শা/২২ মে ২০২৫, /রাত ৮:০৩