স্পোর্টস ডেস্ক : মহেন্দ্র সিং ধোনি যখন ছক্কা হাঁকিয়ে ওয়াংখেড়ে স্টেডিয়ামে ২৮ বছরের বিশ্বকাপ খরাটা কাটালেন ভারতের, তখন বৈভব সূর্যবংশীর বয়স এক সপ্তাহও নয়। সেই বুড়ো আর পুঁচকের দলের লড়াইটা ছিল এবারের আইপিএলে নিজেদের শেষ ম্যাচে। ধোনির চেন্নাই সুপার কিংস এবার খাবিই খেয়েছে রীতিমতো, শেষ ম্যাচেও খেলো। সেটাও আবার ওই বৈভবের কাছেই। ২৮ বলে হাফসেঞ্চুরি করলেন আইপিএলের নতুন সেনসেশন। তাতেই রাজস্থান রয়্যালস ১৭ বল হাতে রেখে পেল ৬ উইকেটের বিশাল জয়।
ম্যাচটা নিয়ম রক্ষার ছিল। দুই দলেরই বিদায় নিশ্চিত হয়ে গিয়েছিল এবারের আইপিএল থেকে। ফলে এই ম্যাচের জয়-হার দিয়ে খুব বেশি কিছু বদলে যেত না। তবে সে ম্যাচে আলোটা কেড়ে নিলেন ওই বৈভব। শুরুতে ব্যাট করা চেন্নাই সুপার কিংসের হয়ে ফিফটির দেখাও পাননি কোনো ব্যাটার। তরুণ আয়ুশ মাহাত্রে দারুণ এক ৪৩ রানের ইনিংসে চেন্নাইকে ভালো শুরু এনে দিয়েছিলেন। ‘ভালো’ বলার সুযোগও নেই অবশ্য। ওপাশে দলটা উইকেট খোয়াচ্ছিল নিয়মিত বিরতিতে। ১২ রানে ডেভন কনওয়ে আর উরভিল পাটেলকে খুইয়ে বসে দলটা। এরপরও পাওয়ারপ্লেতে দলটা ৬৮ রান তুলতে পেরেছে, কারণ ওই আয়ুশ। তবে পাওয়ারপ্লে শেষে তিনিও বিদায় নেন ২০ বলে ৪৩ রানে।
এরপর পরিস্থিতি সামলান ডুয়াল্ড ব্রেভিস। তার ২৫ বলে ৪২ রানের ইনিংস আবার কক্ষপথে ফেরায় চেন্নাইকে। সঙ্গে শিবম দুবের ৩৯ রানের ইনিংস চেন্নাইকে এনে দেয় বড় পুঁজি। ওপাশে ধোনিও অবশ্য চেষ্টা করেছিলেন, তবে তিনি কেবল ১৭ বলে ১৬ রানই করতে পারেন। ৮ উইকেট খুইয়ে ১৮৭ রান তোলে চেন্নাই। জবাব দিতে নেমে রাজস্থানের ইনিংসের শুরুটা হয়েছিল ‘যশস্বী জয়সওয়াল শো’ দিয়ে। দলীয় ৩৭ রানে তিনি যখন বিদায় নিচ্ছেন অংশুল কম্বুজের শিকার বনে, তখন ওপাশে বৈভবের রান মোটে ১, বল খেলেছেন ৩টি মোটে। সঙ্গীর বিদায়ের পর স্বরূপে দেখা দেন বৈভব। ২৮ বলে ফিফটি করে ৩৩ বলে ৫৭ রানের ইনিংস খেলেন তিনি। ওপাশে সাঞ্জু স্যামসন ৩১ বলে ৪১ রানের ইনিংস খেলে সঙ্গ দেন বৈভবকে। ইনিংসের ১৪তম ওভারে দুজনেই বিদায় নিলে চেন্নাই ম্যাচে ফেরে। একটু পরে রিয়ান পরাগও বিদায় নেন এক অঙ্কে।
পরের গল্পটা ধ্রুব জুরেল আর শিমরন হেটমায়ারের। দুজন মিলে পঞ্চম উইকেট জুটিতে তোলেন ৩০ রান, তাও ৯ বলে। সেই জুটিই শেষমেশ জয়ের বন্দরে পৌঁছে দেয় রাজস্থানকে। এই জয়ের ফলে আইপিএলের নবম অবস্থানে থেকে মৌসুম শেষ করে রাজস্থান। ওদিকে চেন্নাইয়ের জায়গা হয় টেবিলের একেবারে তলানিতে।
কিউএনবি/আয়শা/২১ মে ২০২৫, /রাত ২:০০