বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ০১:৩৯ অপরাহ্ন

ডোমার বালিকা বিদ্যা নিকেতনে ছাত্রীদের মাঝে স্যানিটারি ন্যাপকিন বিতরণ

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি ।
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
  • ৪৬ Time View

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডোমারে বালিকা বিদ্যা নিকেতনে ছাত্রীদের মাঝে স্যানিটারি ন্যাপকিন বিতরণ ও ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। নীলফামারী জেলা পরিষদ আয়োজিত বৃহস্পতিবার (১৫ মে) সকাল ১১টায় ডোমার বালিকা বিদ্যা নিকেতন মাঠে প্রধান অতিথি হিসাবে অনুষ্ঠানের উদ্বোধন করেন নীলফামারী জেলা প্রশাসক জনাব মোহাম্মাদ নায়েরুজ্জামান মহোদয়। এর আগে উপজেলা স্কাউটের সাধারণ সম্পাদক হারুন অর রশীদের পরিচালনায় স্কাউটের গালর্স গাইট এর পক্ষথেকে অতিথিকে গার্ড অব অনার প্রদান করা হয়।

উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওমর ফারুকের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন ম্যানেজিং কমিটির সভাপতি সাবেক প্রধান শিক্ষক রবিউল আলম। এ সময় বিশেষ অতিথি হিসাবে উপজেলা নির্বাহী কর্মকর্তার ও পৌর প্রশাসক শায়লা সাঈদ তন্বী, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা দিপংকর রায়, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ রায়হান বারী, উপজেলা বিএনপির সভাপতি রেয়াজুল ইসলাম কালু, সাধারণ সম্পাদক আখতারুজ্জামান সুমন, ডাঃ ওয়াহিদা আক্তার হিরা, সহকারী শিক্ষক আফসানা ইয়াসমিন আশা প্রমূখ বক্তব্য রাখেন।

আলোচনা শেষে সকল ছাত্রীর মাঝে জেলা পরিষদের পক্ষ থেকে বিনা মূল্যে স্যানিটারি ন্যাপকিন বিতরণ এবং ব্লাড গ্রুপ নির্ণয় করে সনদপত্র প্রদান করা হয়। শিক্ষার মান উন্নয়নে শিক্ষক, অবিভাবক ও শিক্ষার্থীদের দেশ ও জাতীর কল্যানে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানান বক্তারা।

 

কিউএনবি/আয়শা/১৫ মে ২০২৫, /রাত ৯:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৩
IT & Technical Supported By:BiswaJit