আলমগীর মানিক,রাঙামাটি : রাঙ্গামাটির লংগদুতে বজ্রপাতে তানজিনা আক্তার (২০) নামে এক গৃহবধুর মৃত্যু হয়েছে। বুধবার ( ১৪মে) দুপুর ১২ টার দিকে মাইনীমুখ ইউনিয়নের গাঁথাছড়া চৌদ্দ নাম্বার বিলে কৃষি জমিতে কাজ শেষে বাসায় ফেরার পথে বজ্রপাতে মৃত্যু হয় তানজিনার। তানজিনা মাইনীমুখ ইউনিয়নের গাঁথাছড়া ৮নং ওয়ার্ডের জামালপুর টিলার মোহাম্মদ হৃদয়ের স্ত্রী।
পরিবার সূত্রে জানাযায়, প্রতিদিনের ন্যায় আজও বিলে কাজ করতে যায় তানজিনা। দুপুরে আকাশের অবস্থা খারাপ দেখে বাড়ির উদ্দেশ্যে রওনা করে সে। পথিমধ্যে বৃষ্টি শুরু হলে সাথে বজ্রপাত হয়, তখনি তিনি অজ্ঞান হয়ে পড়েন। সাথে সাথে তাকে উদ্ধার করে স্থানীয় ইবসিনা হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এবিষয়ে লংগদু থানার ওসি তদন্ত স্বরজিৎ দেব জানান, খুবই মর্মান্তিক ঘটনা। আমাদের পুলিশ কাজ করছে। পরিবারের দেওয়া অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে।
কিউএনবি/আয়শা/১৪ মে ২০২৫, /সন্ধ্যা ৬:২১