 
																
								
                                    
									
                                 
							
							 
                    স্পোর্টস ডেস্ক : আগেও একবার কথা চড়েছিল, রিয়াল মাদ্রিদে সেবার ফেরা হয়নি। জাবি আলনসো এবার নিশ্চিত করেন—জার্মানি ছেড়ে স্পেনে পাড়ি দেবেন দ্রুতই। বাকি ছিল শুধু আনুষ্ঠানিকতার। ফুটবলের ট্রান্সফার বিষয়ে নির্ভরযোগ্য সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো বলেছেন সেই নিশ্চয়তার ‘হেয়ার উই গো’। ৩ বছরের চুক্তিতে মাদ্রিদের ক্লাবের সঙ্গে চুক্তি সেরেছেন জাভি।
রিয়ালের হয়ে একসময় খেলা জাভি একই ক্লাবে এবার নতুন ভূমিকায়। স্কাই ইতালিয়ার সাংবাদিক রোমানো জানিয়েছেন, ২০২৮ সাল পর্যন্ত মাদ্রিদের ক্লাবটির কোচ হিসেবে চুক্তি করেছেন আলনসো। তবে নতুন মৌসুম নয়, যুক্তরাষ্ট্রে বসতে যাওয়া ক্লাব বিশ্বকাপ থেকেই বেলিংহাম-এমবাপেদের দায়িত্ব নেবেন জাভি। এই খবরের সত্যতা মাদ্রিদভিত্তিক বেশ কিছু সংবাদমাধ্যমও নিশ্চিত করেছে।
সংবাদ মাধ্যম রেলেভো দাবি করছে, ২৫ মে লা লিগা শেষ হতেই চাকরি খোয়াবেন ভিনি-এমবাপেদের ইতালিয়ান বস। তার পরবর্তী গন্তব্য হতে যাচ্ছে ব্রাজিলের ডাগ আউট। রেভেলা জানিয়েছে, ব্রাজিলের কোচ হওয়ার প্রশ্নে দুই পক্ষের আলাপ অনেকটাই এগিয়ে গেছে। ৪ ও ৯ জুনের বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে সেলেসাওদের ডাগ আউটে দেখা যাবে কার্লোকে। তবে এখনো চূড়ান্ত হয়নি কোন কিছুই।
যুক্তরাষ্ট্রে আগামী ১৪ জুন শুরু ক্লাব বিশ্বকাপ। আনচেলত্তির জায়গায় সেখানেই দাড়াবেন জাভি। ফ্যাব্রিজিওর কথা এবারও সঠিক হলে, রিয়ালে আবার ফিরছেন আলনসো। ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত মাদ্রিদেই খেলেছেন তিনি। এবার আসছেন ভিন্ন ভূমিকায়!
কিউএনবি/আয়শা/১২ মে ২০২৫, /রাত ৮:০০