 
																
								
                                    
									
                                 
							
							 
                    শার্শা(যশোর)সংবাদদাতা : যশোরের শার্শায় গলায় ফাঁস দিয়ে এক গৃহবধু আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে শনিবার দুপুরে শার্শার উলাশী গ্রামে। আত্মহত্যাকারী গৃহবধু আশরাফুল নাহার রুপা(৩০)। সে উলাশী গ্রামের ইমানুর রহমান বাবুর (চাতাল বাবু) ছেলে পল্লী চিকিৎসক এহসানুর রহমান অনি’র স্ত্রী। স্থানীয়রা পুলিশে খবর দিয়ে পুলিশ এসে সিলিং ফানের সাথে ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করে। ঘটনা স্থলে সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য লাশ যশোর ২৫০ শয্যা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করে।
স্থানীয়রা জানান, গত ৯ বছর পূর্বে উলাশী গ্রামের মুত হারান গাজীর মেয়ে রুপার সাথে একই গ্রামের ইমানুর রহমান বাবুর (চাতাল বাবু) ছেলে পল্লী চিকিৎসক এহসানুর রহমান অনি’র বিয়ে হয়। গত ৯ বছরে তাদের কোন সন্তান হয়নি। রুপা চির খুব মেধাবী মেয়ে।সে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে নিউটেশন এন্ড ফুড টেকনোলোজি বিষয়ে মার্স্টাষ শেষ করেছে। বিয়ের দীর্ঘ জীবনে সন্তান না হওয়া ও লেখাপড়া শেষ করে চাকুরী না পাওয়ার হতাসায় সে আত্মহত্যা করেছে বলে জানা গেছে। অপরদিকে রুপার স্বজনেরা জানান রুপার স্বামী রুপাকে হত্যা করে ফ্যানের সাথে ঝুলিয়ে রেখেছে।
এ ব্যাপারে রুপার শ্বশুর ও শাশুড়ি জানান তারা গত ৩ দিন ধরে বাড়িতে ছিল না। তারা বলেন তাদের বৌমা অনেক দিন ধরে মানসিক রোগে ভুগ ছিলেন।যে কারনেসে বাড়িতে কেউ না থাকার সুযোগে আত্ম হত্যা করেছে। এ ব্যাপারে রুপার স্বামী এহসানুর রহমান অনি জানান,সে বাড়ির বাহিরে ছিল। দুপুরে বাড়িতে এসে দেথে তার স্ত্রী গলায় ওড়না পেচিয়ে ঘরের সিলিং ফানের সাথে ঝুলছে। এ সময় বাড়ির সামনে থেকে লোকজন ডেকে ঘরের দরজা খুলে দেখে তার স্ত্রী রুপা আত্ম হত্যা করেছে।
এ ব্যাপারে জানতে চাইলে শার্শা থানার অফিসার ইনচার্জ কে এম রবিউল ইসলাম উলাশী গ্রামে গলায় ফাঁস দিয়ে এক গৃহবধু আত্মহত্যা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন লাশ উদ্ধার করে ময়না তদন্তে পাঠানো হয়েছে। ময়না তদন্ত রিপোর্ট পেলে আত্ম হত্যা না হত্যা তা জানা যাবে। তিনি বলেন এ ব্যাপারে অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 
কিউএনবি/আয়শা/১০ মে ২০২৫, /সন্ধ্যা ৬:২৮