ডেস্ক নিউজ : গোপালগঞ্জে কোটালীপাড়া উপজেলায় জামায়াতে ইসলামীর পক্ষ থেকে কুশলা বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। শুক্রবার বিকেলে কুশলা সিনিয়র ফাজিল মাদ্রাসা চত্ত্বরে বসে এই অনুদান প্রদান করা হয়।
জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক রেজাউল করিম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ১০ জন ব্যবসায়ীর মাঝে প্রত্যেককে নগদ ১০ হাজার টাকা করে তুলে দেন।
এ সময় জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আল মাসুদ খান, কোটালীপাড়া উপজেলা জামায়াতে ইসলামীর আমির মো: সোলাইমান গাজী, কুশলা বাজার কমিটির সভাপতি হাফিজুর রহমান, পৌর জামায়াতে ইসলামীর সেক্রেটারি আক্তার দাড়িয়া, উপজেলা জামায়াতে ইসলামীর অফিস সম্পাদক শাহাদাত হোসেনসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
কিউএনবি/অনিমা/১০ মে ২০২৫, /বিকাল ৩:০৫