 
																
								
                                    
									
                                 
							
							 
                    এম এ রহিম চৌগাছা (যশোর) : ঐক্যেতাই শক্তি সংগ্রামে মুক্তি এই স্লোগানকে সামনে রেখে যশোরের চৌগাছায় ১৩৯ তম আন্তর্জাতিক শ্রমিক দিবস ও মহান মে দিবস উপলক্ষে চৌগাছা শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে আলোচনাসভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। বৃহ¯পতিবার (১ লা মে) সকালে শহরের কামিল মাদ্রাসা ময়দানে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি তুহিনুর রহমান।
বক্তৃতা করেন উপজেলা জামায়াতের নায়েবী আমির মাওলানা নুরুল ইসলাম, উপজেলা জামায়াতের সেক্রেটারী অধ্যাপক নুরুজ্জামান আল মামুন, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী রহিদুল ইসলাম খান, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী ও সাবেক প্যানেল মেয়র মাস্টার কামাল আহমেদ বিশ্বাস, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মাওলানা গিয়াস উদ্দীন, মাওলানা আব্দুল লতিফ, মাওলানা আনোয়ার হুসাইন, নাজিম উদ্দীন ও সুজন হোসেন প্রমুখ। এ সময় বিভিন্ন শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে একটি বর্ণাঢ্য র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। র্যালীতে বিভিন্ন শ্রমিক ইউনিয়নের সদস্যরা অংশ নেন।
কিউএনবি/অনিমা/০২ মে ২০২৫, /রাত ৯:৫৬