নওগাঁ প্রতিনিধি : “রক্তের দাম দিয়ে কিনেছি স্বপ্ন, সাহসী ভোর! সম্মুখে জয়, কাটবে এবার বৈষম্যের ঘোর” এই প্রতিপাদ্যে নওগাঁয় এ বি পার্টির ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজ শুক্রবার বিকেল ৪ টায় শহরের দয়াল এর মোড় এ বি পার্টির অস্থায়ী কার্যালয়ে এবি পার্টি নওগাঁ জেলা শাখার আয়োজনে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় এ বি পার্টির নওগাঁ জেলা শাখার সভাপতি এ্যাড. কাজী আতিকুর রহমানের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, এবি পার্টির জেলা শাখার সদস্য সচিব শরীফ নেওয়াজ রনি, এ্যাড. জিল্লুর রহমান, জেলা এন সি পি সংগঠক মাহবু আল হাসান, ইমরুল আখিয়ার পরাগ প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় জেলার বিভিন্ন উপজেলার নেতাকর্মী উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
কিউএনবি/অনিমা/০২ মে ২০২৫, /রাত ৯:৩২