 
																
								
                                    
									
                                 
							
							 
                    এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় দুনিয়ার মজদুর একহও এই স্লোগানকে সামনে রেখে ১৩৯ তম মহান মে দিবস উপলক্ষে আলোচনাসভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। বৃহ¯পতিবার (১ লা মে) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উপলক্ষে উপজেলা হলরুমে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ফারজানা ইসলাম। বক্তৃতা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি তাসমিন জাহান, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র সেলিম রেজা আওয়ালিয়ার, প্রেসক্লাব চৌগাছার সাধারণস¤পাদক আজিজুর রহমান, সাংগঠনিক স¤পাদক শ্যামল দত্ত , পল্লী সঞ্চয় ব্যাংকের ম্যানেজার ওবাইদুর রহমানসহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা। এদিকে উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের কার্যালয় সামনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি মোশারফ হোসেন। পাইপ প্লাম্বিং শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক স¤পাদক মেহেদী হাসান মিতুর পরিচালনায় বক্তৃতা করেন ইলেকট্রিশিয়ান শ্রমিক ইউনিয়নের সভাপতি ইকবাল হোসেন, সাধারণ স¤পাদক আসাদুল ইসলাম, সহ-সভাপতিহামিদুর রহমান চাঁদ, পাইপ প্লাম্বিং শ্রমিক ইউনিয়নের সভাপতি শিহাব উদ্দিন,থানা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাধারণ স¤পাদক সহিদুল ইসলাম,সহ-সভাপতি ইকবাল হোসেন, সহ-সভাপতি (২) শফিফুল ইসলাম, কোষাধাক্ষ রবিউল ইসলাম, শ্রমিক নেতা মহসীন আলী খোকনসহ বিভিন্ন শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে একটি বর্ণাঢ্য র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। র্যালীতে বিভিন্ন শ্রমিক ইউনিয়নের সদস্য বিন্দু অংশ নেন।
কিউএনবি/অনিমা/০২ মে ২০২৫, /রাত ৯:২১