আন্তর্জাতিক ডেস্ক : সুখী দেশের তালিকায় ভারতীয়দের পেছনে ফেলেছে পাকিস্তানিরা। দেশটির গবেষণা সংস্থা গ্যালাপ পাকিস্তানের সাম্প্রতিক এক জরিপে এ তথ্য উঠে এসেছে।
৭২ শতাংশ পাকিস্তানি বলেছেন, নানান সমস্যা সত্ত্বেও তারা জীবন নিয়ে খুশি। অন্যদিকে পাকিস্তানিদের তুলনায় এই তালিকায় সবার শেষে রয়েছে ভারতীয় নাগরিকরা। জীবন নিয়ে ৩১ শতাংশ ভারতীয় খুশির কথা জানিয়েছেন। আর ৩৪ শতাংশ নাগরিক জীবন নিয়ে হতাশা প্রকাশ করেছেন।
জরিপে ৮৬ শতাংশ চীনা নাগরিক তাদের জীবন নিয়ে সন্তুষ্টির কথা জানিয়েছেন। সে হিসেবে গ্যালাপের হ্যাপিনেস ইনডেক্সে সুখী নাগরিকের শীর্ষে অবস্থান করছে চীন। ইউরোপের দেশগুলোকেও ছাড়িয়ে গেছে তারা।
উল্লেখ্য গ্যালাপ পাকিস্তান- পাকিস্তান সরকার এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর হয়ে বিভিন্ন গবেষণা ও জরিপ পরিচালনা করে। এটি পাকিস্তানে জাতিসংঘের বেশ কয়েকটি সংস্থার জন্যও কাজ করেছে।
জিও নিউজ
কিউএনবি/আয়শা/২৮ এপ্রিল ২০২৫,/রাত ১১:৫০