স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের বোলারদের খাটিয়ে উইকেটে থিতু হয়ে গিয়েছিলেন জিম্বাবুয়ের ব্যাটাররা। সফরকারীরা যখন সাবলীলভাবে এগোচ্ছিলেন, ঠিক তখনই জোড়া আঘাত হেনেছেন স্পিনার নাঈম হাসান।
এরপর জিম্বাবুয়ের পক্ষে এখন পর্যন্ত ৬৭ রান করা উইলিয়ামস নাঈমের বলেই ক্যাচ তুলে দিয়ে ফিরেছেন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৭৫ ওভারে জিম্বাবুয়ের সংগ্রহ ৪ উইকেটে ১৮৫ রান। উল্লেখ্য, চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে সোমবার (২৮ এপ্রিল) শুরু হয়েছে বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের দ্বিতীয় টেস্ট। সিরিজে টিকে থাকতে বাংলাদেশের এই ম্যাচে জয়ের বিকল্প নেই। বাঁচামরার ম্যাচ টস হেরে এখন ফিল্ডিং করছে স্বাগতিকরা।
কিউএনবি/আয়শা/২৮ এপ্রিল ২০২৫,/বিকাল ৫:৩০