 
																
								
                                    
									
                                 
							
							 
                    বিনোদন ডেস্ক : বলিউড সুপারস্টার সালমান খানের ভগ্নিপতি আয়ুষ শর্মা রাঁধুনির পারিশ্রমিক শুনে প্রায় হৃদরোগে আক্রান্ত হওয়ার জোগাড় হয়েছিল। সম্প্রতি এক সাক্ষাৎকার সালমানের বোন অর্পিতা ও আয়ুষের বাড়িতে গিয়েছিলেন ফারহা খান। সেই বাড়ি নাকি বিপুল বিলাসবহুল। তারপর আয়ুষ নিজেই সেই মহল্লা সম্পর্কে বলেন, এটা হলো মুম্বাই শহরের দুবাই। তারপরে সেই এলাকায় রাঁধুনির পারিশ্রমিকের প্রসঙ্গ নিয়ে আসেন অভিনেতা।
সালমার রান্নাঘর থেকেই নাকি তাদের জন্য খাবার আসে। ফারহার ভিডিও ভ্লগে আয়ুষ বলেন, আমি এ এলাকায় রাঁধুনিকে পারিশ্রমিক জিজ্ঞাসা করেছিলাম। পারিশ্রমিক শুনে আমার হৃদরোগে আক্রান্ত হওয়ার মতো অবস্থা হয়েছিল। বুঝলাম, এর চেয়ে খাবার আনিয়ে নেওয়াই ভালো। কিন্তু আয়ুষের বাড়িতেই নাকি গোটা একটা রেস্তোরাঁ আছে। এই শুনে আবার আকাশ থেকে পড়েন ফারহা খান।
তিনি বলেন, সত্যিই তুমি খুব ধনী। তারপরেই অর্পিতা জানান, খাবার নিয়ে তাদের কোনো চিন্তাই করতে হয় না। কারণ মা তাদের খাবার পাঠান নিয়ম করে। আরবাজ খান ও সোহেল খানের বাড়িতেও মা খাবার পাঠান বলে জানান অর্পিতা। আয়ুষ বলেন, তিনি ভারতীয় খাবার ছাড়া এক মুহূর্ত থাকতে পারেন না। সেই জন্য এক ভারতীয় রাঁধুনিকে নিয়ে ফিনল্যান্ডে বেড়াতে গিয়েছিলেন তিনি। এই শুনে আবার আঁতকে ওঠেন ফারহা খান। চমকে গিয়ে তিনি বলেন, অনেক হয়েছে। আমি এবার বাড়ি চলে যাচ্ছি।
কিউএনবি/আয়শা/২৭ এপ্রিল ২০২৫,/বিকাল ৫:৫৫