স্পোর্টস ডেস্ক : মঙ্গলবার (২২ এপ্রিল) সিলেট টেস্টের তৃতীয় দিনে বৃষ্টির কারণে বিলম্বে খেলা মাঠে গড়ালেও লিড পেয়েছে বাংলাদেশ। এই প্রতিবেদন লেখার সময় দ্বিতীয় ইনিংসে ৩৭ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৪৬ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। টাইগারদের লিড দাঁড়িয়েছে ৬৪ রান।
আগের দিনের ৫৭ রান নিয়ে দিন শুরু করার পর আজ আর মাত্র ১৬ রান যোগ হতেই বিদায় নিয়েছেন জয়। মুজারাবানির বলে আরভিনের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরার আগে ৬৫ বলে ৬ চারে ৩৩ রান করেছেন এই ওপেনার।
 
প্রথম ইনিংসে মুমিনুল-শান্ত জুটিই আশা দেখাচ্ছিল টাইগারদের। আজও ভালো কিছুর সম্ভাবনা দেখাচ্ছিল তাদের জুটি। তৃতীয় উইকেট জুটিতে মুমিনুল-শান্ত যোগ করেন ৬৫ রান। অর্ধশতকের কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন মুমিনুল।
কিন্তু মুমিনুলের কপাল পুড়িয়েছেন নিয়াউচি। ৮৪ বলে ৬ চারে ৪৭ রান করে আউট হয়ে যান এই বাঁহাতি। এই মুহূর্তে ক্রিজে সেট হয়ে যাওয়া শান্তর সঙ্গে যোগ দিয়েছেন মুশফিকুর রহিম। ৩৭ রানে ব্যাট করছেন শান্ত।
 
 
কিউএনবি/আয়শা/২২ এপ্রিল ২০২৫,/বিকাল ৪:১২