 
																
								
                                    
									
                                 
							
							 
                    ডেস্ক নিউজ : মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করে একথা জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক সাইফুল হক। তিনি জানান, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষে ৩১টি দাবি জানানো হয় সিইসিকে৷
নির্বাচন ব্যবস্থা নিয়ে হারানো আস্থা অর্জন, কমিশনের এখতিয়ার সম্পূর্ণ প্রয়োগ, কালো টাকা ও পেশিশক্তির ব্যবহার বন্ধে নির্বাচন কমিশনকে যথাযথ উদ্যোগ নিতে বলেন সাইফুল হক। জাতীয় নির্বাচনে রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ইসির লোকবল থেকে নিয়োগ দেয়ার দাবি জানান তিনি৷ প্রার্থীদের জামানত ও মনোনয়ন ফি কমিয়ে আনারও দাবি জানায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টি।
কিউএনবি/আয়শা/২২ এপ্রিল ২০২৫,/বিকাল ৩:১৪