 
																
								
                                    
									
                                 
							
							 
                    স্পোর্টস ডেস্ক : ২০২৪ সালের অসাধারণ পারফরম্যান্সের ভিত্তিতে বুমরাহকে বিশ্বসেরা পুরুষ ক্রিকেটার হিসেবে স্বীকৃতি দিয়েছে উইজডেন। ওই বছরে তিনি ৭১টি টেস্ট উইকেট শিকার করেন। তিনি ইতিহাসের প্রথম টেস্ট বোলার হিসেবে ২০০ উইকেট শিকার করেছেন ২০-এর নিচে গড়ে। এছাড়াও তিনি ভারতকে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
এদিকে ভারতের নারী ক্রিকেটার স্মৃতি মান্ধানা বিশ্বসেরা নারী ক্রিকেটার হয়েছেন। ২০২৪ সালে তিনি সব সংস্কার মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক ১৬৫৯ রান করেছেন। এর মধ্যে ছিল চারটি ওয়ানডে সেঞ্চুরি, যা নারী ক্রিকেটে নতুন রেকর্ড। এছাড়া দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে ১৪৯ রানের ইনিংসে দলকে দশ উইকেটের জয়ে নেতৃত্ব দেন।
এছাড়াও, বিশ্বসেরা টি-টোয়েন্টি ক্রিকেটার নির্বাচিত হয়েছেন ওয়েস্ট ইন্ডিজের নিকোলাস পুরান। আর ইংল্যান্ডের গ্রীষ্মকালীন মৌসুমে পারফরম্যান্সের ভিত্তিতে পাঁচজন ক্রিকেটারকে বছরের সেরা ক্রিকেটার হিসেবে নির্বাচন করেছে উইজডেন। যা একজন খেলোয়াড় জীবনে একবারই পেতে পারেন।
বছরের সেরা পারফরম্যান্সের জন্য উইজডেন ট্রফি উঠেছে নিউজিল্যান্ডের স্পিনার মিচেল স্যান্টনারের হাতে। গত বছর ভারতের বিপক্ষে এক টেস্ট ম্যাচে ১৩ উইকেট শিকার। আর ইংল্যান্ডের তারকা পেসার জেমস অ্যান্ডারসনকে দেয়া হয়েছে বিশেষ সম্মাননা। টেস্টে ২১ বছর খেলার পর গত জুলাইয়ে অবসর নেন অ্যান্ডারসন। ১৮৮ টেস্টে ৭০৪ উইকেট নিয়ে এই সংস্করণে পেসারদের মধ্যে অ্যান্ডারসনই সর্বোচ্চ উইকেটশিকারি।
কিউএনবি/আয়শা/২২ এপ্রিল ২০২৫,/বিকাল ৩:০৫