বাদল আহাম্মদ খান নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিক ইন্সস্টিটিউটের শিক্ষার্থীরা বুধবার ঢাকা-সিলেট মহাসড়কের বিজয়নগরের ইসলামপুর এলাকায় অবরোধ করে বিক্ষোভ কর্মসূচী পালন করেছে। ঘন্টাব্যাপী এ কর্মসূচী পালনকালে চান্দুরা থেকে মাধবপুর পর্যন্ত প্রায় ১২ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, উচ্চ আদালত ৩০ ভাগ পদ ক্রাফট ইন্সট্রাক্টরদের পদন্নোতির পক্ষে রায় দিয়েছেন। ফলে তারা পদোন্নতি পেয়ে জুনিয়র ইন্সট্রাক্টর হবে। আর এই পদটি হচ্ছে মূলত ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য। এক্ষেত্রে যারা ডিপ্লোমা পাস করে বের হবে তাদের চাকরির শূন্য পদ ৩০ ভাগ কমে গেলো। আর ডিপ্লোমা প্রকৌশলীদেরকে জন্মলগ্ন থেকেই আন্দোলন সংগ্রাম করতে হচ্ছে। অস্তিত্ব টিকিয়ে রাখতে আন্দোলন ছাড়া বিকল্প কিছু নেই।
ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিক ইন্সটিটিউটের অধ্যক্ষ মোহসিনুর রহমান জানান, আদালতের রায়কে কেন্দ্র করে শিক্ষার্থীরা শান্তিপূর্ণ বিক্ষোভ করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কলেজের সবাই কাজ করেছে। ব্রাহ্মণবাড়িয়া খাটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মামুন রহমান জানান, শিক্ষার্থীরা তাদের প্রতিষ্ঠানের সামনে ১১ টার পর থেকে অবস্থান নেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। তবে অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি।
কিউএনবি/আয়শা/১৬ এপ্রিল ২০২৫,/রাত ১১:১২