এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় দুটি গাঁজার গাছসহ রিয়াজ হোসেন (৪০) নামের এক জনকে আটক করেছেন পুলিশ। শনিবার (১২ এপ্রিল) বিকেলে উপজেলার কেসমতখাঁপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।আটক রিয়াজ হোসেন উপজেলার নারায়নপুর ইউনিয়নের কেসমতখাপুর গ্রামের আজগর আলীর ছেলে।
থানা সূত্রে জানা যায়, এসআই মেহেদী হাসান মারুফের নেতৃত্বে পুলিশের একটি দল শনিবার নারায়নপুরের কেসমতখাঁপুর এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে একটি ড্রাগন ফলের বাগানে তল্লাশি চালিয়ে দুটি গাঁজা গাছ উদ্ধার করা হয়। এ ঘটনায় বাগানের মালিক রিয়াজ হোসেনকে আটক করা হয়।
আটক রিয়াজ হোসেনের চাচাতো ভাই জাকির হোসেন জানান, রিয়াজ হোসেন মূলত একজন ব্যবসায়ী। নিজের দোকানে সার বিক্রির পাশাপাশি চাও বিক্রি করেন তিনি । সেই সঙ্গে রয়েছে একটি ড্রাগন ফলের বাগান। জাকির হোসেন দাবি করেন রিয়াজ হোসেনের বাবা দীর্ঘদিন ধরে গোপনে গাঁজা সেবন করেন। প্রায়ই তাকে ড্রাগন বাগানে বসে গাঁজা টানতে দেখা যায়। ধারণা করা হচ্ছে, সেখানেই পড়ে যাওয়া গাঁজার বীজ থেকে দুটি গাছ গজিয়ে ওঠে। জাকির বলেন, “রিয়াজ হোসেন গাঁজা গাছগুলো কেটে ফেলতে যায়, কিন্তু তার বাবা হুমকি দেন গাঁজা গাছ কাটলে ড্রাগনের গাছও কেটে ফেলবেন।
তাই রিয়াজ হোসেন গাছগুলো রাখতে বাধ্য হয়।” তিনি আরও দাবি করেন, “রিয়াজ হোসেন পুরোপুরি নির্দোষ। ওর বাবার কারণেই এই ঘটনা ঘটেছে।চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, “মাদক ও মাদক চাষের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান রয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।”
কিউএনবি/অনিমা/১২ এপ্রিল ২০২৫,/রাত ৯:০৯