মিজানুর রহমান মিন্টু জয়পুরহাট : জয়পুরহাটে পার্টনার প্রোগ্রামের আওতায় পরিবেশ বান্ধব কৌশলের মাধ্যমে ভূট্টা ফসলের ক্লাস্টার প্রদর্শনীর ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। জয়পুরহাট সদর কৃষি অফিসের উদ্যোগে বৃহস্পতিবার বিকালে উপজেলার জমালপুর ইউনিয়নের দাদরা মধ্যপাড়া গ্রামে এ ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ রাহেলা পারভীন, অতিরিক্ত উপ-পরিচালক ( উদ্যান), সাদিয়া সুলতানা, উপজেলা কৃষি অফিসার রাফসিয়া জাহান, অতিরিক্ত কৃষি অফিসার মাসুদ পারভেজ, উপ-সহকারী কৃষি অফিসার নুসরাত জাহান।
অনুষ্ঠানে আইপিএম পদ্ধতিতে ভূট্টা চাষের আধুনিক কলা কৌশল সম্পর্কে আলোচনা করা হয়। এ ওরিয়েন্টেশনে সদর উপজেলার ৫০ জন কৃষক উপস্থিত ছিলেন।
কিউএনবি/আয়শা/১০ এপ্রিল ২০২৫,/রাত ৯:২৮