এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। সরকারি ও বেসরকারি উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিনটি যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়।দিবসের কর্মসূচি শুরু হয় সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে। পরে উপজেলা পরিষদসহ বিভিন্ন প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। ভোরে মুক্তিনগর ও মশিয়ূরনগর শহীদ স্মৃতি সৌধে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, পৌরসভা, চৌগাছা থানা, প্রেসক্লাব চৌগাছাসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পুস্পস্তবক অর্পন শেষে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পিরচারনা করেন প্রেসক্লাব চৌগাছার সিনিয়র সহ-সভাপতি ও ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের শহীদ পরিবারের সন্তান রহিদুল ইসলাম খান। সকাল ৮টা ৩০ মিনিটে চৌগাছা সরকারি শাহাদৎ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে কুচকাওয়াজ ও শিক্ষার্থীদের সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সকাল ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা ও মুক্তিযোদ্ধা সংবর্ধনার আয়োজন করা হয়।এছাড়া, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের জন্য বিশেষ খাবারের ব্যবস্থা করা হয় এবং বিভিন্ন উপাসনালয়ে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও প্রার্থনা অনুষ্ঠিত হয়।
দিবসের কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইসলাম। আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) প্রকৌশলী তাসমিন জাহান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা রুহুল আমিন, চৌগাছা থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা গোলাম মোরশেদ, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক ও হাকিমপুর ইউপি চেয়ারম্যান মাসুদুল হাসান, উপজেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা নুরুজ্জামান, পৌর বিএনপির সভাপতি সেলিম রেজা আওলিয়ার, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মাস্টার কামাল আহমেদ, প্রেসক্লাব চৌগাছার সভাপতি অধ্যক্ষ আবু জাফর, জেষ্ঠ সহ-সভাপতি রহিদুল ইসলাম খান, সাধারণ সম্পাদক আজিজুর রহমান, যুগ্ম- সাধারণ সম্পাদক এম এ রহিম, বাবুল আক্তার, উপজেলা কৃষি কর্মকর্তা মুশাব্বির হুসাইন, প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. আনোয়ারুল ইসলাম, মৎস্য কর্মকর্তা তাসলিমা জেবিন, উপজেলা প্রকৌশলী ইমতিয়াজ আহমেদ, শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা আঞ্জুমান আরা মাহমুদা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শামসুন্নাহার, খাদ্য কর্মকর্তা ফাতেমা খাতুন, একাডেমিক সুপারভাইজার নাসরিন সুলতানাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, চৌগাছা সরকারি কলেজের উপাধ্যক্ষ রফিকুল ইসলাম কবির, তরিকুল ইসলাম পৌর ডিগ্রি কলেজের অধ্যক্ষ বিএনপি নেতা মুঞ্জুরুল আলম লিটু, কাটগড়া সাইফুল ইসলাম ডিগ্রি কলেজের অধ্যক্ষ বলাই চন্দ্র পাল, এসএম হাবিব পৌর কলেজের অধ্যক্ষ মোজাম্মেল হক, উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক তুহিন আক্তারসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সহকারী শিক্ষকবৃন্দ, প্রেসক্লাব চৌগাছার অর্থ সম্পাদক আসাদুজ্জামান মুক্ত, সাংগঠনিক সম্পাদক শ্যামল দত্ত, দপ্তর সম্পাদক রায়হান হোসেন, ক্রীড়া সম্পাদক আব্দুল মান্নানসহ সাংবাদিকবৃন্দ, বীরমুক্তিযোদ্ধাবৃন্দ, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সংবর্ধনা অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধারা তাদের স্মৃতিচারণ করেন এবং বর্তমান সরকারের উন্নয়ন কার্যক্রমের প্রশংসা করেন। তাঁরা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মোহাম্মদ ইউনূসের ভূমিকারও প্রশংসা করেন।উপজেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী নানা কর্মসূচির মাধ্যমে চৌগাছায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়।
কিউএনবি/অনিমা/২৭ মার্চ ২০২৫,/দুপুর ১২:২৪